Saturday, November 1, 2025

একদিকে BLO-দের প্রশিক্ষণ, অন্যদিকে সর্বদল বৈঠক: SIR সরগরম রাজ্য

Date:

সোমবার দেশজুড়ে ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এসআইআর-এর ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন। বাংলায় বিএলও-দের (BLO) প্রশিক্ষণ শেষ হওয়ার আগেই শুরু হয়ে যাচ্ছে এসআইআর প্রক্রিয়া। বাড়ি বাড়ি সমীক্ষা শুরুর আগে মঙ্গলবার থেকে প্রশিক্ষণ নেবেন বিএলও-রা। সেই সঙ্গে নির্বাচন কমিশনের (Election Commission) রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক (CEO, West Bengal) মঙ্গলবারই বৈঠক করবেন রাজ্যের সব গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলির (all party meeting) সঙ্গে। এছাড়াও জাতীয় নির্বাচন কমিশনের তরফে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হবে রাজ্যের আধিকারিকদের ভিডিও কনফারেন্সের মাধ্যমে।

ভোটের রাজনীতির উত্তাপ চড়তেই বাংলায় এসআইআর (SIR) তৎপরতা। মঙ্গলবার তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এর আগেই বাংলার শাসকদলের তরফে প্রশ্ন তোলা হয়েছিল, যেখানে বিএলও-দের প্রশিক্ষণই (training) সম্পূর্ণ হয়নি, সেখানে কীভাবে এসআইআর চালু করা হবে। সোমবার দিল্লি থেকে এসআইআর ঘোষণা হওয়ার পর তড়িঘড়ি শুরু সেই প্রশিক্ষণ। ৩ নভেম্বর পর্যন্ত সেই প্রশিক্ষণ চলবে। এরপরই ৪ নভেম্বর থেকে সেই ‘প্রশিক্ষিত’ বিএলও-রা পরিচালনা করবেন নাগরিকদের ইনিউমারেশন (enumeration) ফর্ম ফিলাপের (form fill up) কাজ।

ইনিউমারেশনের (enumeration) কাজ কেমন হল, আদৌ কত নাম থাকল ভোটার তালিকায়, তা জানা যাবে ৯ ডিসেম্বর নির্বাচন কমিশন খসড়া ভোটার তালিকা (draft voter list) প্রকাশ করার পরই। গোটা প্রক্রিয়া নিয়ে দিল্লি থেকে কী নির্দেশ দেওয়া হয়েছে, মঙ্গলবারই রাজ্যের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক মনোজ আগরওয়াল তা ব্যাখ্যা করবেন রাজ্যের সর্বদল বৈঠকে। বিকাল ৪টেয় সেই বৈঠক।

আরও পড়ুন: মঙ্গল থেকেই বাংলায় শুরু SIR, সোম রাতেই ফ্রিজ পুরনো তালিকা: ঘোষণা নির্বাচন কমিশনের

নির্বাচন কমিশন নির্বাচনের আগেই নির্বাচন বিধি নিয়েও রাজনৈতিক দলগুলিকে সতর্ক করতে পারেন মঙ্গলবারের সর্বদলে। অন্যদিকে, মঙ্গলবার ফের জাতীয় নির্বাচন কমিশনের তরফেও রাজ্যের আধিকারিকদের নির্দেশিকা দেওয়া হবে। অনলাইনে সেই বৈঠকে রাজ্যের জেলাস্তরের আধিকারিকদের পাশাপাশি এআরও-স্তরের (ARO) আধিকারিকরাও যোগ দেবেন।

Related articles

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...

বাতিল হয়েছে ঐতিহ্যশালী ক্লাবের সদস্যপদ! জেমাইমার পরিবারের অজানা কাহিনী

রবিবার মুম্বইতে মহারন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কাপ জয়ে ভারতীয় ব্যাটিংয়ের বিরাট ভরসার নাম  জেমাইমা রদ্রিগেজ(Jemimah Rodrigues)। সেমিফাইনালে তাঁর...

বাংলাদেশে পাঠানো সোনালি একজন ভারতীয়: এবার প্রমাণ করল নির্বাচন কমিশনের নথি

বাংলাদেশী বলে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া সোনালি খাতুন আদতে ভারতেরই নাগরিক। এবার সেটা প্রমাণ করল খোদ নির্বাচন কমিশনের ভোটার...

বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women's World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন...
Exit mobile version