Sunday, November 2, 2025

মহিলাদের সাইবার নিরাপত্তা জোরদারে বড় পদক্ষেপ, কলকাতায় তৈরি হচ্ছে আধুনিক তদন্ত ল্যাব

Date:

ডিজিটাল দুনিয়ায় মহিলাদের নিরাপত্তা আরও শক্তিশালী করতে উদ্যোগ নিল রাজ্য সরকার। কলকাতা পুলিশের উদ্যোগে গড়ে উঠছে অত্যাধুনিক সাইবার অপরাধ তদন্ত ল্যাবরেটরি। নির্ভয়া তহবিলের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যয়ে তৈরি হবে এই আধুনিক প্রযুক্তি-সমৃদ্ধ কেন্দ্র। এর পাশাপাশি তদন্তের পরিকাঠামো ও নজরদারি ব্যবস্থাও নতুনভাবে গড়ে তোলা হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে।

সূত্রের খবর, এই প্রকল্পের মূল লক্ষ্য পুলিশের ডিজিটাল তদন্ত ব্যবস্থাকে আধুনিকীকরণ করা এবং জাতীয় ফরেনসিক ডেটা সেন্টারের সঙ্গে সমন্বয় স্থাপন। ওই কেন্দ্রে যৌন অপরাধে অভিযুক্তদের বিস্তারিত তথ্য সংরক্ষণ থাকবে। কলকাতার পাশাপাশি ভোপাল, গৌহাটি ও পুনের কেন্দ্রীয় ফরেনসিক বিজ্ঞান পরীক্ষাগারের আধুনিকীকরণের কাজও একসঙ্গে চলবে।

ইতিমধ্যেই উন্নতমানের ডিজিটাল ফরেনসিক যন্ত্রপাতি সরবরাহ ও রক্ষণাবেক্ষণের জন্য ই-টেন্ডার আহ্বান করা হয়েছে। টেন্ডার নথিতে উল্লেখ করা হয়েছে, শুধু তদন্ত ল্যাব নয়— সাইবার নজরদারি, সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সরঞ্জাম ও ব্যাকআপ পরিকাঠামোও তৈরি করা হবে।

প্রকল্পের লক্ষ্য, ডিজিটাল অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানো এবং নারীদের সাইবার নিরাপত্তা আরও সুনিশ্চিত করা। প্রশাসনিক সূত্রের দাবি, এই উদ্যোগ কার্যকর হলে অনলাইন প্রতারণা, সাইবার স্টকিং ও নারী-সংক্রান্ত অপরাধের তদন্ত আরও দ্রুত ও নির্ভরযোগ্যভাবে সম্পন্ন করা সম্ভব হবে। জানা গিয়েছে, টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ ১৭ নভেম্বর। প্রস্তাবিত সরঞ্জাম তালিকায় রয়েছে একাধিক উচ্চ প্রযুক্তির ফরেনসিক যন্ত্র, যার কিছুটির দাম ৫৬ লক্ষ টাকাও ছুঁয়েছে।

Related articles

মহারাষ্ট্রে জোট বাঁধল রাজ-উদ্ধব-শারদ: শুরু ভোট চুরির প্রতিবাদ

বিধানসভা নির্বাচনে কীভাবে ভোট চুরি হয়েছিল নির্বাচনের পরে প্রমাণ করে দিয়েছে কংগ্রেস। তার জেরে এবার জোট বেধে আন্দোলনে...

SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

বিজেপির স্বৈরাচারী মনোভাবে বাংলায় এখন আতঙ্কের নাম এসআইআর। এই আতঙ্কের বলি এবার এক পরিযায়ী শ্রমিক। পূর্ব বর্ধমানের জামালপুরের...

জয়পুরে স্কুলের পাঁচতলা থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির পড়ুয়ার

রাজস্থানের জয়পুরে এক বেসরকারি স্কুল বিল্ডিংয়ের পাঁচতলা থেকে নীচে পড়ে মৃত্যু হল ষষ্ঠ শ্রেণির এক পড়ুয়ার। প্রাথমিভাবে অনুমান...

নাগরিকত্ব দেওয়ার নামে ব্যবসা বিজেপির! জমিদারদের মুখোশ খুলে দেওয়ার ডাক তৃণমূলের

বাংলায় সিএএ হতে দেবেন না। সদর্পে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সিএএ-র হাত ধরেই আসবে এনআরসি (NRC),...
Exit mobile version