রাজস্থানের (Rajasthan) ঐতিহ্যবাহী পুষ্কর পশুমেলা এবারের আয়োজনেও নজর কাড়ছে দেশ-বিদেশের পর্যটকদের। মেলার প্রধান আকর্ষণ হলো বহুমূল্য পশু। এদের মধ্যে আছে ‘শাহবাজ’ নামের একটি ঘোড়া যার দাম ১৫ কোটি টাকা, আছে ‘আনমোল’ নামের একটি মহিষ যার দাম ২৩ কোটি টাকা। এছাড়া ১১ কোটি টাকার ঘোড়া ‘বাদল’ যা নজর কাড়ছে।
২৩ অক্টোবর থেকে শুরু হওয়া এই মেলা ৭ নভেম্বর পর্যন্ত চলবে। তবে এই মেলা শুধুমাত্র পশু প্রদর্শনী মেলা নয়, রয়েছে ঘোড়াদৌড়, সৌন্দর্য প্রতিযোগিতা, হস্তশিল্প প্রদর্শনী এবং স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। দর্শনার্থীরা রাজস্থানের রঙিন পোশাক, গান ও নাচের মাধ্যমে মেলার প্রাণবন্ত পরিবেশ উপভোগ করছেন মেলায় আসা মানুষজন।
পর্যটকদের থাকার জন্য রয়েছে বিভিন্ন ধরনের সুবিধা— বিলাসবহুল রিসোর্ট থেকে শুরু করে সস্তা হোস্টেল পর্যন্ত। মেলার ভিতরে পরিষ্কার-পরিচ্ছন্ন রাস্তা, পর্যটক সহায়তা কেন্দ্র, তাৎক্ষণিক চিকিৎসার প্রাথমিক ব্যবস্থা এবং বিশেষ ভ্রমণ প্যাকেজের মাধ্যমে হোটেল, দর্শন ও খাবারের সুবিধা একসঙ্গে পাওয়া যাচ্ছে। আরও পড়ুন: বেলেঘাটাসহ শহরের একাধিক জায়গায় ফের ইডি তল্লাশি
–
–
–
–
–
–
–