শ্রেয়স আইয়ারকে(Shreyas Iyer) উদ্বেগের অবসান হল। আইসিইইউ(ICU) থেকে বের করে আনা হয়েছে ভারতীয় দলের তারকা ক্রিকেটারকে। ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ’ জানিয়েছে, শ্রেয়স আপাতত বিপন্মুক্ত।

মাঠে সজোরে ধাক্কা খাওয়ার জন্যই রক্তক্ষরণ হয়েছে বলে মনে করা হয়েছে। শ্রেয়সের পাশে থাকার জন্য বোর্ডের তরফে চিকিৎসক রিজওয়ান খানকে রেখে দেওয়া হয়েছে। বাকি দল ক্যানবেরায় চলে গিয়েছে। সোমবার সকালে আইসিইউতে দেওয়া হয় শ্রেয়সকে।

শ্রেয়স সিডনির হাসপাতালেই এখনও ভর্তি রয়েছেন । তাঁকে কবে ছাড়া হবে, সেটা নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি । তবে চিকিৎসকেরা কোনও ঝুঁকি না নিয়ে তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন । আইসিইউতেই রাখা হয়েছে মুম্বইয়ের তারকা ক্রিকেটারকে । তবে শ্রেয়স স্থিতিশীল । তাঁকে নিয়ে আশঙ্কার কিছু নেই বলে জানিয়েছেন চিকিৎসকেরা ।

টিমের ডাক্তার রিজওয়ান সর্বত্র তাঁর পাশে আছে। কয়েকজন স্থানীয় বন্ধুও শ্রেয়সের সঙ্গে আছে। ভিসা প্রক্রিয়া সম্পন্ন হলে, পরিবারের একজন মুম্বই থেকে সিডনি উড়ে যাবে। সপ্তাহান্তে পরিবারের লোকেরা ভিসার আবেদন করতে পারেনি, তাই প্রক্রিয়ার কিছুটা দেরি হয়।

অ্যালেক্স ক্যারির ক্যাচ নেওয়ার সময় শ্রেয়স ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এবং তাঁর বাঁদিকের পাঁজরে গুরুতর আঘাত লাগে ।

–

–

–

–


