বাংলাভাষা ও বাঙালিদের প্রতি যে বিদ্বেষের মনোভাব কেন্দ্রের স্বৈরাচারী বিজেপি সরকার প্রতিষ্ঠা করার চেষ্টা করে চলেছে, তার জেরে ডবল ইঞ্জিন রাজ্যগুলিতে (double engine states) বারবার সাধারণ মানুষের হিংসার মুখে পড়তে হচ্ছে বাংলায় পরিযায়ী শ্রমিকদের (migrant labour)। সেই হিংসার পরিণতিতে এবার মর্মান্তিক মৃত্যু হল বীরভূম জেলার পথিক হেমরমের। ঘটনায় বীরভূমের (Birbhum) পাঁড়ুই থানায় দায়ের হল এফআইআর (FIR)।

বিজেপির বাংলা বিরোধী রাজনীতির বিরুদ্ধে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পরিযায়ী শ্রমিকদের পাশে সব রকম ভাবে দাঁড়ানোর আশ্বাস দেওয়া হয়েছে। বীরভূমের পথিক হেমরমের মৃত্যুর পর পাড়ুই থানা এলাকার দামোদরপুর গ্রামে পরিবারের পাশে গিয়ে দাঁড়ায় তৃণমূল নেতৃত্ব। সাংসদ সামিরুল ইসলামের (Samirul Islam) নেতৃত্বে তৃণমূল কর্মীরা পথিক হেমরমের খুনের বিচারের দাবি জানান।

আরও পড়ুন: ‘বাংলাদেশি’ তকমায় আতঙ্ক শ্রমিকের! দিল্লি থেকে ফিরে মৃত্যু

মঙ্গলবার পথিক হেমরমের দেহ উত্তর প্রদেশের (Uttarpradesh) কানপুর থেকে গ্রামে পৌঁছায়। এরপরই পাঁড়ুই থানায় পরিবারের তরফ থেকে পথিক হেমরমের স্ত্রী সুরমিলা হেমরম অভিযোগ দায়ের করেন। তাঁর দাবি উত্তর প্রদেশের কানপুরের (Kanpur) গোবিন্দনগর থানার অজ্ঞাত পরিচয় কিছু ব্যক্তি (unknown person) অজ্ঞাত কারণে খুন করেছে তাঁর স্বামীকে। এই বিচার প্রক্রিয়ায় তৃণমূল নেতৃত্ব সব রকম ভাবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেয়।

–

–

–

–

–
–


