Saturday, November 1, 2025

মন্থার প্রভাবে সকাল থেকে দফায় দফায় বৃষ্টি, কৃষকদের আতঙ্কিত না হওয়ার বার্তা কৃষি বিভাগের

Date:

ঘূর্ণিঝড় মন্থার (Mantha) প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে বৃষ্টি। বুধবার কলকাতায় সকাল চলছে দফায় দফায় বৃষ্টি। অসময়ের বৃষ্টি (Rain) জেরে ফসল নষ্টের আশঙ্কায় ভুগছেন চাষীরা (Farmer)। কৃষকরা সবরকমভাবে চেষ্টা করছেন ফসল রক্ষা করার। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

উত্তরবঙ্গেও বৃষ্টি (Rain) বাড়বে বলে পূর্বাভাস। বুধবার জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুর ও মালদহে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার গভীর রাত থেকে দার্জিলিং পাহাড়ের আবহাওয়া পরিবর্তিত হয়। কুয়াশায় ঢেকে যায়। আবার দুপুর ১টা থেকে পাহাড়ে বৃষ্টি শুরু হয়। বৃহস্পতিবার থেকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। কিছু এলাকায় বৃষ্টির পরিমাণ ২০ সেন্টিমিটার পর্যন্ত পৌঁছতে পারে।

এদিকে ভারী বৃষ্টির ফলে ধান চাষে (Paddy Filed) ব্যাপক ক্ষতির সম্মুখীন চন্দ্রকোনার কৃষকরা। কৃষকদের দাবি, ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির (Rain) ফলে মাঠের কাঁচা ও পাকা ধান লুটিয়ে পড়েছে জমিতে। পিছিয়ে যাবে আলু চাষ। এককথায় চরম দুঃশ্চিন্তায় পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনার কৃষকরা। চন্দ্রকোনার সীতানগর, ঢলবাঁধ, পিয়ারডাঙ্গা, ধামকুড়িয়া-সহ বেশকিছু এলাকায় মাঠে ধান তুলে জলদি বা পোখরাজ আলু চাষের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। বৃষ্টির জেরে সেইসমস্ত জমিকে পুনরায় আলু চাষের জন্য উপযোগী করে তুলতে হবে। পিছিয়ে যাবে পোখরাজ আলু চাষ। সব মিলিয়ে চরম দুঃশ্চিন্তায় কৃষকরা। ক্ষতির আশঙ্কায়, চারা বাঁচানোর জন্য ত্রিপল দিয়ে জমি ছাউনি দেওয়ার কাজ চালাচ্ছেন কালনার রামেশ্বরপুর এলাকার পেঁয়াজ চাষিরা।

নিম্নচাপের (Depression) কারণে অতিবৃষ্টির জন্য কৃষকদের বাংলার কৃষি বিভাগ থেকে আগেই বার্তা দেওয়া হয়েছিল
* অযথা আতঙ্কিত হবেন না।
* অতিরিক্ত বৃষ্টির কারণে ফসলের সম্ভাব্য ক্ষতি এড়ানোর লক্ষ্যে মাঠে থাকা আউশ ও আমন ধান, সবজি, আলু ইত্যাদির ক্ষেত থেকে দ্রুত জমা জল বের করে দেওয়ার ব্যবস্থা রাখুন।
* এই মূহূর্তে ধান কাটা থেকে বিরত থাকুন। যারা ধান কেটে ফেলেছেন তারা কাটা ধান তাড়াতাড়ি তুলে খামারজাত করুন।
* যে সমস্ত সবজি তোলা বা কাটার উপযোগী হয়েছে তা কেটে ফেলে দ্রুত খামারজাত করুন।
* যাঁরা এখনও সরিষা, ডালশস্য ও আলু বপন করেননি তাঁরা নিম্নচাপ/ঘূর্ণিঝড় কেটে যাওয়া অবধি অপেক্ষা করুন।
* সবজি ও অন্যান্য ফলের ক্ষেত, বিশেষত পেঁপে/কলা জাতীয় ফসল যেগুলো ঝোড়ো হাওয়া ও বৃষ্টিতে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেগুলি যাতে সহজে ভেঙে না পড়ে সেদিকে খেয়াল রাখুন।
* সবজির মাচা, পানের বরজকে শক্ত করে বেঁধে রাখতে হবে যাবে প্রতিকূল আবহাওয়া থেকে রক্ষা করা যায়।
* আবহাওয়ার উন্নতি হলে প্রয়োজনে ছত্রাকনাশক স্প্রে করুন।
* সমস্ত ফসলে আপাতত নাইট্রোজেন ঘটিত সার প্রয়োগ বন্ধ করতে হবে।

Related articles

SIR ঘোষণার পরে মৃত্যুমিছিল, পথে নেমে প্রতিবাদে মমতা-অভিষেক

মঙ্গলবারই পথে নামছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এসআইআর প্রক্রিয়া চলাকালীন রাজ্য দুজনের প্রাণহানি হয়েছে। আরও একজন আত্মহত্যার চেষ্টা...

সেমিফাইনাল কলকাতায় খেলতে চায় ইস্টবেঙ্গল, ফেডারেশনের ভাবনা কী?

আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে...

কাটছে না সংকট! এখনও ICU-তে ধর্মেন্দ্র

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থা নিয়ে চিন্তা বাড়ছে অনুরাগীদের। শ্বাসকষ্ট জনিত সমস্যায় শুক্রবার রাতে তাঁকে মুম্বইয়ের...

রবির সকালে বন্ধ বিদ্যাসাগর সেতু, জেনে নিন বিকল্প পথের রুট

মেরামতির কাজের জন্য রবিবার সকালে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলি সেতু (Second Hooghly Bridge) । হাওড়া সিটি পুলিশের (Howrah...
Exit mobile version