পুরসভার নিয়োগ (Municipal Recruitment) তদন্তে শহর জুড়ে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। ইতিমধ্যেই তারাতলা এবং লেকটাউন থেকে বিপুল পরিমাণে টাকা ও সোনা উদ্ধার হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর মিলেছে। পুরনিয়োগ মামলায় বেশ কিছু নতুন তথ্য তদন্তকারীদের হাতে আসার পরই মহানগরীতে অভিযান শুরু করে ED। আর সেখানেই উদ্ধার কয়েক কোটি টাকা। এক ব্যবসায়ীর বাড়ি এবং অফিস থেকে কয়েক কোটি টাকা ও বিপুল পরিমাণ সোনা মিলেছে বলে জানা যাচ্ছে।

কেন্দ্রীয় সংস্থা সূত্রে খবর,তারাতলার অভিযুক্ত ব্যবসায়ীর বাড়িতে অভিযানে যাওয়ার সময় কেন্দ্রীয় তদন্তকারীদের সঙ্গে ছিলেন জওয়ানরাও। ব্যবসায়ীর বাড়িতে আলমারিতে থরে থরে টাকা সাজানো ছিল বলে জানা গেছে। স্পষ্ট ভাবে টাকার পরিমাণ না জানা গেলেও বেশ কয়েকটি মেশিন নিয়ে এসে উদ্ধার হওয়া টাকা গুনতে হয়েছিল বলে খবর। এরপরই অভিযান চালানো হয় তার অফিসে। লেকটাউনের সেই অফিস থেকে প্রায় ৮-৯ কেজি সোনা মিলেছে বলে খবর। অভিযুক্ত ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

–

–

–

–

–

–

–
–


