মুম্বইয়ের স্টুডিওতে ২ ঘণ্টার টানাপোড়েনের শেষ উদ্ধার পণবন্দি ১৭ শিশু, এনকাউন্টারে নিহত অভিযুক্ত

Date:

Share post:

বৃহস্পতিবার সকালে মুম্বইয়ের একটি স্টুডিয়োয় এক যুবকের ১৭ জন শিশুকে পণবন্দি করার ঘটনায় তীব্র আতঙ্ক ছড়ায়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। বহুক্ষণের চেষ্টায় সব শিশুকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবককেও তবে আহত অবস্থায় হাসপাতালের ভর্তি করা হলে সেখানেই তিনি মারা যান। ডেপুটি পুলিশ কমিশনার দত্ত নালাওয়াড়ে এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, ধৃতের কাছ থেকে একটি এয়ার গান, কিছু রাসায়নিক উদ্ধার করা হয়েছে। ওই স্টুডিয়োয় অভিনয়ের প্রশিক্ষণ দেওয়া হয়। এদিন সেই প্রশিক্ষণ চলাকালীন ওই ব্যক্তি ঢুকে পড়েন। ১৭টি শিশুকে পণবন্দি করেন। প্রাথমিক তদন্তের ভিত্তিতেই পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রোহিত আর্য এবং তিনি ওই স্টুডিয়োতেই কাজ করতেন। একটি নিজস্ব ইউটিউব চ্যানেলও আছে তাঁর।

রোহিত নামের এই ব্যক্তি গত চার-পাঁচ দিন ধরে স্টুডিয়োয় অডিশনের কাজ করছিলেন। বৃহস্পতিবার সকালে আনুমানিক ১০০ শিশু অভিনয়ের ক্লাস করতে আসে। বেশির ভাগ শিশুকে চলে যেতে বললেও ১৭ শিশুকে স্টুডিয়োয় ঢুকিয়ে দিয়ে আটকে রাখেন। স্বাভাবিকভাবেই ভয়ে সেই সব শিশুরা কান্নাকাটি শুরু করে দেয়। অভিভাবকেরা জানতে পারেন ১৭ শিশুকে পণবন্দি করেন রোহিত। তারপরই একটি ভিডিয়ো বার্তার মাধ্যমে তিনি বলেন কয়েকজনের সঙ্গে বিশেষ কিছু কথা বলার জন্য শিশুদের পণবন্দি বানানোর পরিকল্পনা করেছেন তিনি। ভিডিওতে শোনা যায় তিনি বলেন, ‘‘আমি রোহিত আর্য। আত্মহত্যা করতে চাই না আমি। আমার একটি পরিকল্পনা রয়েছে। তাই শিশুদের বন্দি করেছি।আমার বেশি কিছু দাবি নেই। সাধারণ কয়েকটি দাবি এবং কিছু প্রশ্ন করতে চাই। কেউ যদি কোনও চালাকি করার চেষ্টা করেন, তাহলে গোটা স্টুডিয়োয় আগুন ধরিয়ে দেব।”

তবে ঠিক কী পরিকল্পনা তিনি করেছিলেন বা কাদের সঙ্গে কথা বলতে চাইছেন, সেই বিষয়ে কিছুই স্পষ্ট করেননি রোহিত। এদিকে খবর পেয়েই উদ্ধারকাজে নামে পুলিশ। কয়েকটি দলে ভাগ হয়ে বাথরুমের রাস্তা দিয়ে স্টুডিয়োয় ঢোকার চেষ্টা করে। শিশুদের ক্ষতি এড়াতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছিল। অবশেষে অভিযুক্তকে ধরে ফেলে তারা। শিশুদের নিরাপদে বের করা হয়। উদ্ধারপ্রক্রিয়া চলাকালীন রোহিত আর্য গুলিবিদ্ধ হন এবং আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার পর অবশেষে তিনি মারা যান। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার মুম্বইয়ের পোয়াই এলাকায় স্টুডিওতে উদ্ধার অভিযান চালানোর সময় পুলিশের গুলিতেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন – পার্ক স্ট্রিটে হোটেলের দেহ উদ্ধার কাণ্ডে ধৃত মৃতের ২ সঙ্গী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ডবলইঞ্জিনের মধ্যপ্রদেশে কৃষককে গাড়ি চাপা দিয়ে ‘খুনের‘ তীব্র প্রতিবাদ-আক্রমণ তৃণমূল নেতৃত্ব-সমাজকর্মীদের

ডবলইঞ্জিন রাজ্য মধ্যপ্রদেশে (Madhya Pradesh) বিজেপি নেতার বর্বরোচিত কুকীর্তি! জমি না দেওয়ায় এক কৃষককে গাড়ি চাপা দিয়ে ‘খুন’...

একনজরে আজ পেট্রোল-ডিজেলের দাম 

৩০ অক্টোবর (বৃহস্পতিবার), ২০২৫কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫.৪১ টাকা, ডিজেলের দাম লিটার প্রতি ৯২.০২ টাকা দিল্লিতে...

কাচ ভাঙার বদলা! বাইকআরোহীকে পিষে মারল দম্পতি

স্কুটারের ধাক্কায় ভেঙেছিল গাড়ির কাচ। সেই সামান্য ঘটনার বদলা নিতে এক ডেলিভারি এজেন্টকে গাড়ি চাপা দিয়ে পিষে মারলেন...

ফের কৃষক বিক্ষোভে উত্তাল মহারাষ্ট্র, চাপের মুখে কী জানালেন ফড়নবিশ

ফের কৃষক বিক্ষোভ (farmers protest in Maharashtra)। দেশবাসী ২০২০ সালে কৃষকদের বিক্ষোভ দেখেছিলেন দিল্লিতে। এবার কৃষক বিক্ষোভে উত্তাল...