Tuesday, December 16, 2025

সহকারী থেকে চিফ, নাইটদের কোচের হট সিটে ঘরের ছেলেই

Date:

অবশেষে পড়ল সরকারি সিলমোহর। আসন্ন মরশুমের আইপিএলে(IPL 2026) কেকেআরের হেড কোচ হলেন অভিষেক নায়ার(Abhishek Nayar)। দীর্ঘ দিন ধরেই নাইটদের(KKR) কোচিং টিমের সদস্য অভিষেক। এবার তাঁকেই হেড কোচের হটসিটে বসালেন শাহরুখ-ভেঙ্কি মাইশোররা।

এর আগে নাইটদের দলের সহকারী কোচ হিসাবে কাজ করেছেন। এমনকি মাঝে ভারতীয় দলের সহকারী হিসাবেও কাজ করেছেন। এবার নায়ারকে হেড কোচ হিসাবে নিযোগ করার নিল কেকেআরের থিঙ্ক ট্যাঙ্ক।দলের এক কর্তা বলেছেন, কয়েক দিন আগে অভিষেক নায়ারকে প্রধান কোচের দায়িত্ব নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার আগে এবং পরে গত মরশুমের মাঝমাঝি সময় থেকে কেকেআরের সহকারী কোচ ছিলেন নায়ার।

গত মরশুমে খারাপ পারফরম্যান্সের পর চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কেকেআর। ১৪ ম্যাচে মাত্র ৫ জয়ের পর প্লে–অফে ওঠা হয়নি।ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে এবং কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের একাধিক সিদ্ধান্ত ও স্ট্র্যাটেজি নিয়ে উঠছিল প্রশ্ন। তাই আগামী মরশুমে কামব্যাকের লক্ষ্যে কোচ বদলের পথে হাঁটল নাইটরা। সেই কারণেই কোচিং টিমে পরিবর্তন আনছেন ভেঙ্কি মাইশোররা। অভিষেকেই আস্থা রাখছেন শাহরুখরা।

কেকেআরের বার্তায় সিইও ভেঙ্কি মাইশোর লিখেছেন, ‘‘২০১৮ সাল থেকে অভিষেক নাইট রাইডার্সের গুরুত্বপূর্ণ অংশ। মাঠের ভিতরে এবং বাইরে আমাদের ক্রিকেটারদের তৈরি সব সময় সাহায্য করে গিয়েছে। ওর ক্রিকেটবোধ এবং প্লেয়ারদের সঙ্গে সম্পর্ক আমাদের অগ্রগতির বড় কারণ। আমাদের প্রধান কোচ হিসাবে ও দায়িত্ব নিচ্ছে, এটা ভেবে আমরা উত্তেজিত। আশা করি কেকেআরকে পরের অধ্যায়ে নিয়ে যেতে ও সাহায্য করবে।’’

 

Related articles

যুবভারতীতে মেসির অনুষ্ঠানে দর্শকদের টাকা ফেরানো নবান্নের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে

যুবভারতীতে মেসির অনুষ্ঠানের টিকিট (Ticket) কেটেও যাঁরা দেখতে পারেননি, তাঁদের টাকা ফেরানোই এখন নবান্নের (Nabanna) অগ্রাধিকারের তালিকায় শীর্ষে।...

সম্পর্কের টানাপোড়েন! বান্ধবীকে কোপানোর পর চারতলা থেকে ঝাঁপ যুবকের

বান্ধবীকে খুন করে নিজেও চারতলা থেকে ঝাঁপ (Love Tringle)। ঘটনাটি ঘটেছে খাস কলকাতার পোস্তা এলাকায়। মঙ্গলবার দুপুরে পোস্তা...

ক্রিসমাসে আলোয় মোড়া হবে পার্ক স্ট্রিট-সহ রাজ্যের একাধিক শহর, সূচি জানালেন ইন্দ্রনীল

কলকাতায় ফের শুরু হতে চলেছে বহু প্রতীক্ষিত কলকাতা ক্রিসমাস ফেস্টিভ্যাল ২০২৫ (Kolkata Christmas Festival)। মঙ্গলবার এমনটাই ঘোষণা করলেন...

অনামীদের নিয়ে তুমুল দর কষাকষি, রাতারাতি কোটিপতি আকিব-প্রশান্তরা

মঙ্গলবার সৌদি আরবে বসেছিল আইপিএলের মিনি নিলাম।প্রত্যাশা মতোই বড় অঙ্কের দাম পেলেন ক্যামেরন গ্রিন। তবে চমক দিলেন তিন...
Exit mobile version