পানিহাটি, কোচবিহারের পরে ফের SIR-NRC আতঙ্কে আত্মহত্যার (Suicide) অভিযোগ। এবার ঘটনাস্থল বীরভূমের (Birbhum) ইলামবাজার ব্লক খয়েরবুনি গ্রাম। অভিযোগ, SIR আতঙ্কে সুভাষপল্লিতে মেয়ের বাড়ি গিয়ে গলায় দড়ি দেন ক্ষিতীশচন্দ্র মজুমদার (Khitish Majumder) নামে ওই ব্যক্তি। দেহ ময়নাতদন্ত জন্য পাঠানো হয়েছে। খবর পেয়েই শোকাহত পরিবারের সঙ্গে দেখা করেন ইলামবাজার ব্লকের তৃণমূল (TMC) নেতৃত্ব।

ক্ষিতীশের পরিবারের অভিযোগ, দীর্ঘদিন ধরেই SIR আতঙ্কে ভুগছিলেন তিনি। সোমবার, SIR ঘোষণার পরেই আরও উদ্বিগ্ন হয়ে পড়েন তিনি। পরিবারের অভিযোগ, সেই আতঙ্কেই আত্মহত্যা করেছেন তিনি। ইলামবাজার ব্লক সভাপতি ফজলুর রহমান ও কোর কমিটির সদস্য রবি মুর্মু মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদেরও অভিযোগ, SIR-NRC আতঙ্কে আত্মহত্যা করেছেন ক্ষিতীশ। ফজলুর রহমান বলেন, প্রথম থেকেই এসআইআর নিয়ে আতঙ্কিত ছিলেন এই প্রৌঢ়। এসআইআর-এর জন্য যে নথিপত্র চাওয়া হয়েছে, তা অনেকের কাছে নেই। ফলে ভোটার তালিকা থেকে বাদ যেতে পারার আতঙ্কে রয়েছেন অনেকেই। ।

এসআইআর (SIR) আতঙ্কে সম্প্রতি আত্মঘাতী পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। ‘সুইসাইড নোটে’ সেই কথা উল্লেখও করেছেন তিনি। বুধবার কোচবিহারের (Coochbher) বুড়িরহাট ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের জিতপুর এলাকায় বিষ খেয়ে আত্মহত্যা চেষ্টা করেছেন বৃদ্ধ খাইরুল শেখ। SIR আতঙ্কেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন খোদ খাইরুল। বুধবার, প্রদীপ করের বাড়ি গিয়ে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলে এই মৃত্যুর দায় অমিত শাহ-জ্ঞানেশ কুমারকে নিতে হবে।

–

–

–

–

–

–
–


