নির্বাচন কমিশনের (Election Commission of India) দেওয়া সময়সীমা শেষ হয়েছে বেশ কয়েক ঘণ্টা আগেই। ১৪৩ জন BLO কি দায়িত্ব গ্রহণ করলেন, রাজনৈতিক থেকে প্রশাসনিক মহলে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছেন। নির্বাচন কমিশন মনে করছে বেলা ১২টার মধ্যে কাজে যোগ না দিলে সাসপেন্ড করার হুমকি কাজে লেগেছে। বেশিরভাগ বিএলও-ই যোগদান করেছেন। তবে BLO ঐক্য মঞ্চ অসুস্থদের ছাড় দেওয়ার আর্জি জানিয়েছে কমিশনকে।
রাজ্যে এসআইআরের (SIR) সব ধরনের প্রস্তুতি নিয়ে ফেলেছে কমিশন। নভেম্বরের ৪ তারিখ থেকে বাড়ি বাড়ি গিয়ে কাজ শুরু করবেন BLO- রা।মূলত সেই তালিকায় শিক্ষকরাই থাকবেন।বুথেই লেখা থাকবে BLO-দের নাম ও ফোন নম্বর। স্থানীয় ভাবে প্রচারও করা হবে তাঁদের নাম, ফোন নম্বর। এরা যে এনিউমারেশন ফর্ম নিয়ে যাবেন তার দুটো করে কপি থাকবে। ফর্ম ফিলাপ করার পর ভোটার নিজের কাছে রাখবেন, অন্যটি BLO সঙ্গে নিয়ে যাবে। এই ফর্মের ভিত্তিতেই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানা গেছে।যাঁরা কাজে যোগদান করছেন, তাঁদের নিরাপত্তার দিকটা কমিশনকে নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন ভোটকর্মী ঐক্যমঞ্চ ও বিএলও ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল।
–
–
–
–
–
–
–
–