বাঙালির বারো মাসে তেরো পার্বণ, তাই উৎসবের আমেজ যেন শেষ হওয়ার নয়। জগদ্ধাত্রী বন্দনায় (Jaghadhatri Puja Celebration) যখন মেতে বঙ্গবাসী ঠিক তখনই রাস পূর্ণিমা উপলক্ষে মেলার (Raash Purnima Mela) প্রস্তুতি শুরু নবদ্বীপধামে। কয়েক হাজার মানুষের ভিড়ের কথা মাথায় রেখে রাস উৎসবে হাওড়া ডিভিশনে পূর্ব রেলের (Eastern Railway, Howrah Division) তরফে বিশেষ ট্রেনের ঘোষণা করা হল। জানা গেছে আগামী ৫ ও ৬ নভেম্বর ব্যান্ডেল থেকে কাটোয়ার (Bandel to Katwa) উদ্দেশে একজোড়া বিশেষ ট্রেন চালানো হবে।

রেল সূত্রে খবর আগামী সপ্তাহে বুধ ও বৃহস্পতিবার আপে ব্যান্ডেল থেকে বিশেষ ট্রেনটি দুপুর ২টোয় ছাড়বে যা কাটোয়ায় পৌঁছবে ৪টে ১০ মিনিটে। ডাউনে ট্রেন কাটোয়া থেকে ছাড়বে ৬টা বেজে ২০ মিনিটে। ব্যান্ডেল পর্যন্ত আসতে ট্রেনটি সব স্টেশনে দাঁড়াবে।

–

–

–

–

–

–

–
–


