Saturday, November 1, 2025

ডেঙ্গি দমনে জোর দিচ্ছে রাজ্য, বাজেট বৃদ্ধি স্বাস্থ্য দফতরের

Date:

ডেঙ্গি(Dengue ) দমনে এবার আরও জোর দিচ্ছে রাজ্য সরকার(Govt. Of WB)। চলতি বছরে মশাবাহিত এই রোগ রুখতে রাজ্য স্বাস্থ্য দফতর খরচ করছে প্রায় ৭৫০ কোটি টাকা।  এক্স হ্যান্ডেলে  দেওয়া এক বার্তায় এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য দফতর।

দফতর সূত্রে খবর, রাজ্যজুড়ে ডেঙ্গি প্রতিরোধ ও নিয়ন্ত্রণে এখন প্রায় এক লক্ষ স্বাস্থ্যকর্মী নিযুক্ত রয়েছেন। তাঁরা প্রতিদিন বিভিন্ন ওয়ার্ড, গ্রাম ও শহরে গিয়ে জনসচেতনতা বাড়ানো থেকে শুরু করে লার্ভা ধ্বংসের কাজে অংশ নিচ্ছেন। পাশাপাশি, মশা নিয়ন্ত্রণে পৌরসভা ও পঞ্চায়েত স্তরে বিশেষ নজরদারি দল গঠন করা হয়েছে।

বর্তমানে রাজ্যের ৪০০-র বেশি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গি পরীক্ষার সুবিধা দেওয়া হচ্ছে। এই কেন্দ্রগুলিতে আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থাও রাখা হয়েছে। গুরুতর রোগীদের দ্রুত সঠিক চিকিৎসা পৌঁছে দিতে স্বাস্থ্য দফতর আলাদা মেডিক্যাল রেসপন্স টিম তৈরি করেছে।

তাছাড়া, ডেঙ্গি আক্রান্তদের চিকিৎসায় প্রয়োজনীয় প্লেটলেট সরবরাহের জন্য রাজ্যের ৮৯টি সরকারি ব্লাড ব্যাংকে পর্যাপ্ত মজুত নিশ্চিত করা হয়েছে। প্রয়োজনে আশপাশের জেলা থেকেও দ্রুত প্লেটলেট পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে।

স্বাস্থ্য দফতর জানিয়েছে, প্রতিটি জেলায় ডেঙ্গি পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বিশেষ কন্ট্রোল রুম খোলা হয়েছে এবং সেখান থেকে নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করা হচ্ছে। পাশাপাশি, রাজ্যের বিভিন্ন পুরসভা ও পঞ্চায়েত এলাকায় বৃষ্টির জল জমে না থাকার বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে।

দফতরের এক আধিকারিক বলেন, “ডেঙ্গি দমনে আমরা বহুমুখী পরিকল্পনা নিয়েছি। মানুষের সচেতনতা এবং প্রশাসনের তৎপরতা—দু’য়ের সমন্বয়েই এই রোগ নিয়ন্ত্রণ সম্ভব।”

Related articles

অসময়ের বৃষ্টিতে ফুঁসছে উত্তরের নদীগুলি: ধসে বড় বিপর্যয়ের আশঙ্কা

বিপর্যয় পিছু ছাড়ছে না উত্তরবঙ্গের। সদ্য দুর্যোগ কাটিয়ে ওঠা উত্তরবঙ্গে এখনও শেষ হয়নি পুণর্নির্মাণের কাজ। তারই মধ্যে ফের...

সীমান্তে কাঁটাতার থাকবে না! বিজেপি সাংসদের বার্তায় ‘দ্বিচারিতা’ তোপ তৃণমূলের

বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের জন্য গোটা দেশের জনবিন্যাসই না কি বদলে গিয়েছে। ১৫ অগাস্ট জাতির উদ্দেশ্যে ভাসনে জোর গলায়...

পাঁচবার যান: তালিকায় ন্যায্য পরিযায়ী শ্রমিকদের নাম নিশ্চিত করতে নির্দেশ অভিষেকের

বিহার নির্বাচনের আগে নির্বাচন কমিশনের সব পদক্ষেপেই স্পষ্ট হয়েছে ন্যায্য ভোটারদের বাদ দেওয়ার প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় সবথেকে বেশি...

যুদ্ধবিরতি! অরূপ মধ্যস্থ, কুণালকে ফুল দিলেন দেব

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। দেব-কুণাল যুদ্ধবিরতি ঘোষণা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। শুক্রবার টেকনিশিয়ান স্টুডিওতে...
Exit mobile version