আইএফএ শিল্ড ফাইনালের ব্যর্থতা ঝেড়ে ফেলে সুপার কাপ(Super Cup) জয় স্বপ্নে বুদ ইস্টবেঙ্গল( East Bengal)। শুক্রবার মোহনবাগানের বিরুদ্ধে ড্র করে সেমিফাইনালের ছাড়পত্র পেয়েছে লাল হলুদ ব্রিগেড। কিন্তু ভিন রাজ্যে নয় ইস্টবেঙ্গল সেমিফাইনাল ম্যাচ খেলতে চাইছে ঘরের মাঠে।
ডার্বি ড্র করে সেমিফাইনালে উঠার পরই সর্বভারতী ফুটবল ফেডারেশনের কাছে ইস্টবেঙ্গল আবেদন জানিয়েছে, সুপার কাপের সেমিফাইনাল কলকাতায় করার। গ্রুপ পর্ব থেকে একটি করে দলই সেমিফাইনালে উঠবে। কিন্তু সুপার কাপের সেমিফাইনাল এখনই হচ্ছে না আপাতত কয়েক সপ্তাহ ব্যবধান থাকতে পারে।
নভেম্বরের শেষ ডিসেম্বরের প্রথম সপ্তাহে সুপার কাপের নক আউট পর্ব হতে পারে। মাঝে ফিফা উইন্ডোতে ভারতীয় দলের খেলা রয়েছে, তাই সুপার কাপ আপাতত বন্ধ থাকবে কিছুদিন।
ফেডারেশন চাইছে গোয়ার বাইরে সুপার কাপের নকআউট পর্ব করতে যাতে স্টেডিয়ামে লোক হয় কারণ গোয়াতে প্রায় ফাকা স্টেডিয়ামে খেলা হয়েছে। একদা যে গোয়ায় ফুটবল উন্মাদনা তুঙ্গে ছিল সেখানেই এখন দর্শকদের ভাটা। এই পরিস্থিতিতে বাংলা, কেরল, ওডিশা ছাড়া অন্যত্র সুপার কাপের ম্যাচ করলে যে দর্শক আসন ভড়বে না সেটা বিলক্ষন বুঝতে পারছে ফেডারেশন।
আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেলেন, শ্রেয়সকে নিয়ে বড় আপডেট দিল বিসিসিআই
সেমিফাইনালে উঠে অস্কার ব্রঁজো বলেন, “আমরা আধিপত্য বজায় রাখতে চাই। আমরা ইতিমধ্যেই দেখিয়ে দিয়েছি যে, ভারতীয় ফুটবলের সেরা ক্লাবগুলোর মধ্যে ইস্টবেঙ্গল অন্যতম। দল এখনও একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। অনেক নতুন প্লেয়ার আছে। তবে এখনও অনেক উন্নতি করতে হবে।”
–
–
–