বিশ্বকাপ জিতলেই বিরাট অঙ্কের পুরস্কার, রোহিতদের সমান টাকা পাবেন স্মৃতিরাও!

Date:

Share post:

রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women’s World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন থেকে রানার্স দলের জন্য থাকছে মোটা অঙ্কের পুরস্কার মূল্য (prize money )। এমনকি পুরস্কার মূল্যের নিরিখে পুরুষদের ছাপিয়ে যাবে মহিলারাও।

রবিবার যারা জিতবে তারা পাবে ৩৭.৩ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ২০ কোটি টাকা। ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সাড়ে ৩৫ কোটি টাকা পেয়েছিল। অর্থাৎ, প্যাট কামিন্সরা যে টাকা পেয়েছিলেন, তার থেকে প্রায় ২ কোটি টাকা বেশি পাবেন ভারত বা দক্ষিণ আফ্রিকা মহিলা দল।

ভারতীয় ক্রিকেট বোর্ড আগাম আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করে রেখেছে। রোহিতদের সমানই আর্থিক পুরস্কার রয়েছে হরমনপ্রীতদের জন্যও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ১২৫ কোটি টাকা পুরস্কার পেয়েছিল মেন ইন ব্লু। ১৫ জনের দল, কোচ, সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল টাকা। আগামীকাল হরমনপ্রীত-স্মৃতিরা যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তারাও ১২৫ টাকা পুরস্কার পাবে।

বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “বিসিসিআই পুরুষ ও মহিলাদের জন্য সমান বেতন নীতিকে সমর্থন করে। এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। অনেকেই জানতে চাইছেন  যদি বিশ্বকাপ জেতে তাহলে তাঁদের কত টাকা পুরস্কার মূল্য দেবে বোর্ড? কাপ জেতার আগে ঘোষণা করাটা ঠিক নয়। তবে, পুরুষদের তুলনায় কম কিছু হবে না।”

এদিকে মেগা ম্যাচে আছে বৃষ্টির আশঙ্কাও।  বৃষ্টি হলে ওভার কমতেপারে। সেটা মাথায় রাখতে হবে দুই দলকেই।

spot_img

Related articles

রিল-রিয়েল একাকার! ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’-এ থানায় ছুটলেন মদন

একেই বোধহয় বলে, "ঢেঁকি স্বর্গে গিয়েও ধান ভাঙে"। "দাদা একটু আসুন, আপনি না এলে হবে না", "আমার নির্দোষ...

প্রিমিয়ারেই জমজমাট গৃহকর্মীদের রোজনামচার ‘লক্ষ্মীকান্তপুর লোকাল’

শর্মিষ্ঠা ঘোষ চক্রবর্তী ওঁরা রোজ আসেন, রোজ কাজ করেন, সমস্ত রকম নাগরিক স্বাচ্ছন্দ্যের পরিষেবা দেন। কিন্তু ওঁদের নিয়ে গল্প...

টেকনিশিয়ানদের টাকা বাকি রেখে কুৎসা রটাচ্ছেন রুদ্রনীল! তথ্য দিয়ে ধুয়ে দিলেন স্বরূপ

নিজে টাকা বাকি রেখে উল্টে ফেডারেশনের নামে সোশ্যাল মিডিয়ায় কুৎসা ছড়াচ্ছেন অভিনেতা রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh)! শুক্রবার সাংবাদিক...

কাজের চাপে শীতলকুচিতে মর্মান্তিক মৃত্যু বিএলও-র! পরিবারের পাশে রাজ্য

অতিরিক্ত কাজের চাপ এবং মানসিক অস্থিরতা—এই দুইয়ের মাঝেই শেষ হল শীতলকুচির বিএলও ললিত অধিকারীর জীবনযাত্রা। বেশ কয়েকদিন ধরেই...