রবিবার মহিলাদের একদিনের বিশ্বকাপের(ICC Women’s World Cup) মেগা ফাইনাল। কাপ জয়ের লক্ষ্যে নামছে ভারত ও দক্ষিণ আফ্রিকা। চ্যাম্পিয়ন থেকে রানার্স দলের জন্য থাকছে মোটা অঙ্কের পুরস্কার মূল্য (prize money )। এমনকি পুরস্কার মূল্যের নিরিখে পুরুষদের ছাপিয়ে যাবে মহিলারাও।

রবিবার যারা জিতবে তারা পাবে ৩৭.৩ কোটি টাকা। রানার্স আপ দল পাবে ২০ কোটি টাকা। ২০২৩ সালে পুরুষদের বিশ্বকাপে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া সাড়ে ৩৫ কোটি টাকা পেয়েছিল। অর্থাৎ, প্যাট কামিন্সরা যে টাকা পেয়েছিলেন, তার থেকে প্রায় ২ কোটি টাকা বেশি পাবেন ভারত বা দক্ষিণ আফ্রিকা মহিলা দল।

ভারতীয় ক্রিকেট বোর্ড আগাম আর্থিক পুরস্কারের কথা ঘোষণা করে রেখেছে। রোহিতদের সমানই আর্থিক পুরস্কার রয়েছে হরমনপ্রীতদের জন্যও।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর ১২৫ কোটি টাকা পুরস্কার পেয়েছিল মেন ইন ব্লু। ১৫ জনের দল, কোচ, সাপোর্ট স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছিল টাকা। আগামীকাল হরমনপ্রীত-স্মৃতিরা যদি বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তারাও ১২৫ টাকা পুরস্কার পাবে।

বিসিসিআইয়ের এক ঘনিষ্ঠ সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, “বিসিসিআই পুরুষ ও মহিলাদের জন্য সমান বেতন নীতিকে সমর্থন করে। এ ব্যাপারে অনেক আলোচনা হয়েছে। অনেকেই জানতে চাইছেন যদি বিশ্বকাপ জেতে তাহলে তাঁদের কত টাকা পুরস্কার মূল্য দেবে বোর্ড? কাপ জেতার আগে ঘোষণা করাটা ঠিক নয়। তবে, পুরুষদের তুলনায় কম কিছু হবে না।”

এদিকে মেগা ম্যাচে আছে বৃষ্টির আশঙ্কাও। বৃষ্টি হলে ওভার কমতেপারে। সেটা মাথায় রাখতে হবে দুই দলকেই।

–

–

–

–

