ফের বিএসএফের (BSF) বিরুদ্ধে বর্বরতার অভিযোগ! নদীয়ার চাপড়া থানার হাটখোলা গ্রামে এক স্থানীয় কৃষককে ‘বাংলাদেশি’ সন্দেহে মারধরের অভিযোগ উঠেছে বিএসএফ জওয়ানদের বিরুদ্ধে। ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সীমান্তবর্তী গ্রামজুড়ে। পুলিশে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত কৃষক রফিকুল মোল্লা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সকালে রফিকুল মোল্লা চায়ের দোকানে বসেছিলেন। সেই সময় সীমান্তের দায়িত্বে থাকা বিএসএফ জওয়ানদের একটি দল সেখানে গিয়ে তাঁকে জোর করে নিয়ে যায় বলে অভিযোগ। পরিবারের দাবি, দীর্ঘক্ষণ আটকে রেখে তাঁকে মারধর করা হয় এবং বাংলাদেশি নাগরিক হিসেবে স্বীকারোক্তি দিতে চাপ দেওয়া হয়। এমনকি শিকল দিয়েও তাঁকে বেঁধে রেখে অকথ্য অত্যাচার করা হয়। পরে স্থানীয়দের চাপে তাঁকে ছেড়ে দেওয়া হয়। ঘটনার পর রফিকুল থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন। ঘটনার পর বিএসএফের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা দাবি করছেন, সীমান্ত এলাকায় এ ধরনের ‘অতিরিক্ত ক্ষমতা প্রয়োগ’ প্রায়ই ঘটছে। তবে এখনও বিএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া সামনে আসেনি। আরও পড়ুন: দমদমে গণধর্ষণ কাণ্ডে পুলিশের তৎপরতা, গ্রেফতার তিন অভিযুক্ত

–

–

–

–

–

–

–

–

