কোচ বদল নিয়ে চর্চা শুরু মোহনবাগানে(Mohun bagan)। সুপার থেকে বিদায়ের পর ফুটবলারদের ১০ দিনের ছুটি দিয়েছেন কোচ হোসে মোলিনা(Jose Molina)। নিজে স্ত্রী-কে নিয়ে মলদ্বীপে চলে গিয়েছেন। কিন্তু তাঁকে কি আদৌও মোহনবাগানের কোচিংয়ে দেখা যাবে?
সামনে কোনও ম্যাচ নেই। আইএসএল কবে শুরু হবে কেউ জানে না। আইএসএলের দিনক্ষণ জানার পরই মোলিনাকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কোচের দল গঠন নিয়ে মন্তব্যকে ভালোভাবে নিচ্ছে না ম্যানেজমেন্ট। একটি ইংরেজি ক্রীড়া ওয়েবসাইটের তথ্য অনুসারে মোলিনার সঙ্গে গোল্ডেন হ্যান্ডসেক সেরে নিতে পারে মোহনবাগান।
ময়দানে জোর গুঞ্জন হোসে মোলিনাকে কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হবে ম্যানেজমেন্টের তরফ থেকে। ম্যানেজমেন্ট নাকি নতুন কোচের সাথে কথাবার্তাও শুরু করে দিয়েছেন, শোনা যাচ্ছে সেরজিও লোবেরার নাম নাকি সবার উপরে আছে, মোলিনাকে যে মরসুমের বাগান ম্যানেজমেন্ট কোচের দায়িত্ব পালন করার জন্য নিয়ে আসেন সেবারই প্রায় ঠিক ছিল লোবেরা মোহনবাগানের কোচ হবেন কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যা হওয়ায় তখন ডিলটি হয়নি কিন্তু আবারও ম্যানেজমেন্ট কোচের ভূমিকায় লোবেরাকে নিয়ে আসতে পারে। তবে এখনো চূড়ান্ত কিছু হয়নি। লোবেরার পাশাপশ ওয়েন কোয়েলের নামও আছে।
জতীয় দলের ফুটবলাররা কয়েকদিনের মধ্যেই খালিদ জামিলের শিবিরে যোগ দেবেন, বিদেশিরা নিজেদের মতো করে ছুটি কাটাবে। আসলে বাগানের সেই বাঁধনটাও উধাও। খেলা কম ছুটি বেশি। আসলে ভারতীয় ফুটবল এমন অনিশ্চয়তার মধ্যে যাচ্ছে তাতে টিম ম্যানেজমেন্টও যেন উতসাহ হারিয়ে ফেলছে। এফএসডিএল আদৌও আইএসএল করবে কিনা তা নিয়ে নিশ্চয়তা নেই।
–
–
–
