Sunday, November 2, 2025

নাম ছিল না ২০০২ সালের তালিকায়: SIR আতঙ্কেই মৃত্যু জামালপুরের বিমলের

Date:

রাজ্যের পরিযায়ী শ্রমিকরা যে সময়ে ভিন রাজ্যে কাজের তাগিদে রয়েছেন, সেই সময়ে এসআইআর প্রক্রিয়া চলার কারণে যেন কোনওভাবেই তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়, স্পষ্ট নির্দেশ দিয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। কিন্তু পরিযায়ী শ্রমিকরা (migrant labour) যে বাস্তবে কতটা আতঙ্কে রয়েছেন, প্রমাণ করে দিলেন পূর্ব বর্ধমানের জামালপুরের (Jamalpur) বিমল সাঁতরা, নিজের জীবন দিয়ে। ২০০২ সালের যে ভোটার তালিকা (voter list) দেখে নির্বাচন কমিশন এসআইআর (SIR) প্রক্রিয়া চালাচ্ছে, সেই তালিকায় নাম ছিল না তাঁর। আর সেই আতঙ্কেই অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে এই পরিযায়ী শ্রমিকের, দাবি পরিবারের।

পূর্ব বর্ধমানের জামালপুরের নবগ্রামের বাসিন্দারা একশো দিনের কাজ (MGNREGS) বন্ধ হওয়ার পর থেকে ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাধ্য হয়েছেন। বিমল সাঁতরাও তাঁদেরই মধ্যে একজন ছিলেন। এই গ্রামে অনেকেরই নাম ২০০২ সালের ভোটার তালিকায় নেই। তাঁরাও একইভাবে বিমল সাঁতরার মতো চিন্তায় ছিলেন। এই পরিস্থিতিতে তাঁরা ভিন রাজ্যে কাজেও যেতে বাধ্য হয়েছেন। সেখানেই দুশ্চিন্তায় সঙ্গীদের সঙ্গে মদ্যপান করেন তিনি। এরপরই অসুস্থ হয়ে ২৬ অক্টোবর তিনি ভর্তি হন তামিলনাড়ুর (Tamilnadu) তাঞ্জাভুরের হাসপাতালে। সেখানেই বৃহস্পতিবার তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: SIR আতঙ্কে অস্বাভাবিক মৃত্যু: পরিযায়ী শ্রমিকের দেহ ফিরল গ্রামে

গ্রামবাসীরা দাবি করেন, একদিকে একশো দিনের কাজ বন্ধ হওয়ায় রুটি রুজি নিয়ে চিন্তায় তাঁরা। তার উপরে কখন তাঁরা কাগজ পত্রের খোঁজ করবেন। ফলে দুশ্চিন্তা গোটা গ্রাম জুড়েই। সেভাবেই মৃত্যু হয়েছে বিমল সাঁতরার, দাবি পরিবারের। সেই চিন্তার কারণ যে ছিল, তা স্পষ্ট ২০০২ সালের ভোটার তালিকা (voter list) থেকেই। সেখানে নাম ছিল না বিমল সাঁতরার। তাঁর ভোটার কার্ড (EPIC card) থেকে আধার কার্ড (Aadhaar card) সবই রয়েছে। তা সত্ত্বেও ইনিউমারেশন ফর্ম ফিলাপের আগেই দেশ থেকে বিতাড়িত হওয়ার আশঙ্কাতেই অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে দাবি পরিবারের।

Related articles

দিল্লিতে পাঠ্যে ‘রোহিঙ্গা’ কবি! বাংলা-বিরোধী বিজেপির SIR মুখোশ খুললেন ব্রাত্য

দেশ থেকে অনুপ্রবেশকারী ও রোহিঙ্গাদের তাড়াতে গোটা দেশে এসআইআর করার প্রয়োজন আছে, দেশের মানুষকে এভাবেই ভুল বুঝিয়েছে বিজেপি...

ভারত কোনও ধর্মশালা নয়, দেশে জন্মালেই ভোটাধিকার! শাহের ন্যক্কারজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের 

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাম্প্রতিক মন্তব্য ঘিরে তীব্র বিতর্ক। তাঁর বক্তব্য— “ভারত কোনও ধর্মশালা নয়, যারা এই দেশে...

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫ বছর: রাজ্যে আসছেন লোকসভার স্পিকার ওম বিড়লা

ভারত চেম্বার অফ কমার্সের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে সোমবার কলকাতায় আসছেন লোকসভার স্পিকার ওম...

বৃষ্টি – দুর্যোগ কাটতেই দার্জিলিংয়ে ফের শুরু সরস মেলা 

ভারী বৃষ্টিতে ফের বিপর্যস্ত উত্তরবঙ্গের পাহাড় ও সমতল। শনিবার রাতের বৃষ্টিতে কালিম্পং জেলায় একাধিক স্থানে ধস নামে। বন্ধ...
Exit mobile version