Friday, January 23, 2026

শুধু দক্ষিণ আফ্রিকা নয়, ফাইনালে আজ ভারতীয় মহিলা ব্রিগেডের প্রতিপক্ষ বৃষ্টিও!

Date:

Share post:

আশা-আকাঙ্ক্ষার রবিবারে ভারতীয় মহিলাদের স্বপ্নের ইতিহাস তৈরীর সামনে বৃষ্টি (Rain) বাধা হয়ে দাঁড়াবে না তো, মহিলা বিশ্বকাপ ফাইনালের (ICC Women’s World Cup)মেগা সানডেতে এখন এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মনে। আইএমডির পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির ভ্রুকুটি (Rain Forecast) রয়েছে আজ ডিওয়াই প্যাটেল স্টেডিয়ামে। কোন কারণে যদি আজ ম্যাচ ভেস্তে যায় তাহলে কি হবে? রিজার্ভ ডে (Reserve Day) থাকলেও ভারতীয় শিবিরের চিন্তা কমানোর জন্য তা যথেষ্ট নয়।

পঁচিশ বছর পর বিশ্ব মহিলা ক্রিকেট নতুন বিশ্বজয়ী পেতে চলেছে। রবিবাসরীয় সকাল থেকে রাস্তাঘাট-বাজারহাটে শুধুই ভারতীয় মহিলা ক্রিকেটারদের নিয়ে আলোচনা। সকলেই আজ বিশেষজ্ঞ। তাইতো ছুটির দিনেও যাঁদের অফিস যেতে হচ্ছে, তাঁরা একযোগে সিদ্ধান্ত নিয়েছেন আজকের দিনটা অন্তত ইন্ডিয়ান উইমেন্স টিমের জার্সি পরেই কাজে যোগ দেবেন। পুরুষ ক্রিকেট-মোহান্ধ দর্শক গড়গড়িয়ে মহিলা ক্রিকেটারদের নাম বলে চলেছেন কিংবা হরমন -স্মৃতিদের (Harmanpreet Kaur – Smriti Mandhana) ঠিক কোন স্ট্র্যাটেজে নিতে হবে তার বিশ্লেষণ করে চলেছেন, এ দৃশ্য চোখে আর কানে বড় আরাম দেয়। কিন্তু এত আবেগে জল ঢালবে না তো প্রকৃতি? মুম্বইয়ের মাটিতে মহারণ শুরু হওয়ার আগে বৃষ্টির চিন্তা একেবারেই উড়িয়ে দিতে পারছেন না অমল মজুমদাররা। আজ খেলা না হলে সোমবার রিজার্ভ ডে-তে ফাইনাল হবে। কিন্তু সেদিনও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। ৩ তারিখও খেলা না হলে লিগ ম্যাচে ভারতকে হারানোর সৌজন্যে দক্ষিণ আফ্রিকা বাড়তি সুবিধে পাবে এবং তাদের বিজয়ী বলে ঘোষণা করা হবে (আইসিসির নিয়ম অনুসারে)। অ্যাকুওয়েদার বলছে, রবিবার বৃষ্টির সম্ভাবনা ৬৩ শতাংশ। বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৭টার মধ্যে বৃষ্টির সম্ভাবনা ৫০ শতাংশেরও বেশি। আর খেলা শুরু হওয়ার কথা বিকেল ৩টে থেকে। বজ্রপাতের সম্ভাবনা রয়েছে, মহারাষ্ট্রে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাই খুব স্বাভাবিকভাবেই বৃষ্টি যে বিঘ্ন ঘটাবে সেটা সহজেই অনুমেয়। কিন্তু দুদিনই (রবিবার ও রিজার্ভ ডে সোমবার) যদি একই ঘটনা ঘটে তাহলে ভারতীয়দের জন্য সেটা যে সুসংবাদ বয়ে আনবে না তা কার্যত পরিষ্কার। তাই আজকে ভারতীয় মহিলা ব্রিগেডকে শুধু যে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে লড়তে হবে তাই নয় খেলা শুরুর আগেই তাদের প্রতিপক্ষ বৃষ্টিও বটে।

 

spot_img

Related articles

কোচ নিয়োগেও জাতিগত সংরক্ষণ! নয়া বিতর্কে সাই

শিক্ষা ক্ষেত্রে সংরক্ষণ আগেই ছিল এবার ক্রীড়া ক্ষেত্রে সংরক্ষণের নজির পড়ল সাই(SAI)। খেলার জন্য সহকারী কোচ নেওয়া হবে।...

পরাক্রম দিবসে নেতাজিকে শ্রদ্ধা রাষ্ট্রপতির ও প্রধানমন্ত্রীর

নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhas Chandra Bose) জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানালেন দ্রৌপদী মুর্মু। প্রত্যেক বছরের মতোই নেতাজির জন্মদিন উপলক্ষে...

আজ সোনা রুপোর দাম কত, জেনে নিন এক ঝলকে

২৩ জানুয়ারি (শুক্রবার) ২০২৬ ১ গ্রাম ১০ গ্রাম পাকা সোনার বাট ১৫১৭৫ ₹ ১৫১৭৫০ ₹ খুচরো পাকা সোনা ১৫২৫০...

দিল্লি এখন সারাক্ষণ চক্রান্ত করে: তীব্র আক্রমণ মমতার

সুভাষচন্দ্র বসু বলেছিলেন, দিল্লি চলো। সেই দিল্লি এখন সারাক্ষণ চক্রান্ত করে। নেতাজি সুভাষচন্দ্র বসুর (Netaji Subhash Chandra Bose)...