Sunday, November 9, 2025

গুলি চলার সাড়ে তিনঘণ্টায় গ্রেফতার: হরিদেবপুরে সম্পর্কের টানাপোড়েন

Date:

বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরেই গুলি চলল হরিদেবপুরে। অভিযুক্তের নাম বাবলু ঘোষ। সোমবার ভোরে গুলি চলার সাড়ে তিন ঘণ্টার মধ্য়ে গ্রেফতার মূল অভিযুক্ত। যে বন্দুক থেকে গুলি (firing) চালানো হয়েছিল, সেই অস্ত্রের খোঁজ চালাচ্ছে পুলিশ। কীভাবে সে এই বন্দুক (gun) পেল, তা নিয়েও চলছে জিজ্ঞাসাবাদ।

তদন্তে জানা গিয়েছে, মূল অভিযুক্ত আক্রান্ত মহিলার প্রতিবেশী। দুজনে বিবাহ বহির্ভূত সম্পর্ক (extra marital affair) ছিল প্রায় চার বছরের। আক্রান্ত মহিলা মৌসুমী হালদার। তাঁর পুত্র সন্তানও রয়েছে। এদিকে বাবলুর স্ত্রী ৫ বছর আগে মারা গিয়েছে। তাঁর কন্যা সন্তান রয়েছে। মৌসুমী এবং বাবলু নাকি গোপনে বিয়েও সেরেছেন। তাঁদের মধ্যে প্রায়ই অশান্তি লেগে থাকতো। তবে দিন কয়েক ধরে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইতেন মৌসুমী। তার প্রতিশোধ নিতেই মৌসুমীকে প্রাণে মেরে ফেলার ছক কষেছিলেন বাবলু। গুলিবিদ্ধ হওয়ার পর মৌসুমী এমআর বাঙ্গুর হাসপাতালে চিকিৎসাধীন। শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সোমবার ভোরে কালো জ্যাকেট ও হেলমেট পরে এক ব্যক্তি দাঁড়িয়েছিলেন ঘটনাস্থলে। সেই সময়ে মৌসুমী হালদার প্রাতঃভ্রমণে সেই রাস্তা দিয়ে আসেন। দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এরপরই বন্দুক বের করে অভিযুক্ত বাবলু। তখনই পালানোর চেষ্টা করেন মৌসুমী। ফলে গুলি লাগে (bullet injury) তাঁর পিঠে। এরপরই পড়ে গিয়ে তিনি চিৎকার করতে থাকলে স্থানীয়রা তাঁকে উদ্ধার করতে এগিয়ে এলে পালিয়ে যায় বাবলু।

আরও পড়ুন: ভোরবেলায় গুলি! হরিদেবপুরে গুলিবিদ্ধ মহিলা

ঘটনাস্থলে ফরেনসিক তদন্ত (forensic enquiry) চলবে। গার্ড রেল দিয়ে ঘেরা হয়েছে। বাবলু ঘোষ মাংস ব্যবসায়ী। ঘটনা জানাজানি হতেই সে পালানোর চেষ্টা করে। তবে সাড়ে তিন ঘণ্টার মধ্যেই পুলিশ তাকে গ্রেফতার করে। তার সঙ্গে এই ঘটনায় আর কেউ যুক্ত রয়েছে কি না, তদন্ত চালাচ্ছে হরিদেবপুর পুলিশ।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version