Thursday, January 29, 2026

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

Date:

Share post:

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল না বিশ্বকাপজয়ী তকমা। অবশেষে রিচা ঘোষ (Richa Ghosh) বাংলা ও বাঙালির আক্ষেপ মেটালেন। ভারতের বিশ্বকাপ জয়ী(ICC Women ODI World cup )দলের গুরুত্বপূর্ণ সদস্যা শিলিগুড়ির বঙ্গ তনয়া। বাংলা্ তথা দেশের গর্বের আরও এক নাম।

ঝুলন-মিতালিরা একটুর জন্য পারেননি। কিন্তু তাদের উত্তরসূরিরা পারলেন। মাঠেই ছিলেন দুই কিংবদন্তি। কাপ হাতে নেওয়ার পরই প্রিয় ঝুলনদির হাতে কাপ তুলে দিলেন স্মৃতি-হরমনপ্রীতরা। চোখে জল চাকদহ এক্সপ্রেসের। জড়িয়ে ধরছেন সবাইকে। সবার শেষে এলেন রিচা। উষ্ণ আলিঙ্গন, ছোট কিন্তু কোটি টাকা ফ্রেম। বাঙালির দুই গর্ব। আসলে স্বপ্ন পূরণের সারথী যদি হন রিচা, তবে স্বপ্নসন্ধানী অবশ্যই ঝুলন। বাংলার সব কন্যারাই রিচা হোক।

স্বাধীনতার ৭৮ বছর পরেও সমান অধিকার শব্দটা যেন বড্ড অচেনা এদেশের অধিকাংশ মানুষের কাছে। সেই দেশে নারী ক্ষমতায়ন অনেক বেশি চাওয়া। কিন্তু সমস্ত অপমান, লাঞ্চনার জবাবটা ২২ গজে আগুনে পারফরম্যান্সেই দিলেই ১১ ভারত কন্যা। মহিলা ক্রিকেট কতজন দেখে! সোমবার সকালের আগে এই লাইনটা আরব সাগরের তীরে চিরতরে নিরঞ্জন করে দিলেন হরমনপ্রীতরা।

ম্যাচ জয়ের পরই সঞ্চালক সবার আগে বুম ধরলেন রিচার সামনে। শিলিগুড়ির মেয়েটা আজ বিশ্বসেরাদের একজন। বুঝতে পারছিলেন না কীভাবে বলবেন, স্টেডিয়ামের গগণভেদী আওয়াজের মধ্যেই রিচা বললেন, “এই মুহূর্তটাকে ভাষায় প্রকাশ করা কঠিন।  আজ আমরা খেলতে নেমেছিলাম সর্বোস্ব উজার করে। প্রতিটি বল, প্রতিটা রানের জন্য লড়াই করার শপথ নিয়ে। দীর্ঘ অপেক্ষার পর আমরা বিশ্বকাপ জিতলাম।”

অধিনায়ক হরমনপ্রীত জানেন স্বপ্ন ভঙ্গের যন্ত্রনা কতটা, কাপ জয়ের পর আবেগপ্রবণ হরমনের কথায়, “শেষ কয়েক বছর ধরেই আমরা অনেক পরিশ্রম করছি। বড় টুর্নামেন্টে সাফল্য পাওয়ার জন্য , বিসিসিআই আমাদের সমর্থন করে চলেছেন। অবশেষে সেই রাত এল তবে এটা শেষ নয় সবে শুরু। আগামী বছর বিশ্বকাপ আছে টি২০, সেটাও জিততে হবে।”

নিত্যদিনের নারী নির্যাতনে খবরে অতিষ্ঠ হওয়া দেশবাসীকে মুক্তির টাটকা বাতাস দিলেন স্মৃতিরা। মেয়েরা পারে, দেশকে জাতিকে গর্বিত করতে। ভারতকে জগত সভায় শ্রেষ্ঠ আসনে বসাতে। মায়া নগরীর মায়াবি রাতে সেটাই চির প্রতিষ্ঠিত করলেন অমল মজুমদারের ছাত্রীরা।

 

 

 

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...