মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে বিশ্বকাপ হাতে তুলেছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। আরব সাগরের তীরে আবারও ইতিহাস। ভারতীয় ক্রিকেটের একটা স্বর্ণালী অধ্যায় লিখলেন হরমনপ্রীত স্মৃতিরা। প্রথমবার বিশ্বকাপ( ICC Women World Cup) জয়ের স্বাদ পেল ভারতীয় মহিলা দল। বিশ্বকাপ ফাইনালে দুই দলের স্কোরবোর্ড কেমন? তুলে ধরা হল এই প্রতিবেদনে

ভারতের ব্যাটিং

স্মৃতি মান্ধানা- ৪৫(৫৮)

শেফালি ভর্মা- ৮৭(৭৮)

জেমাইমা রগরিদেজ- ২৪(৩৭)

হরমনপ্রীত কৌর- ২০(২৯)

দীপ্তি শর্মা- ৫৮(৫৮)

অমনজ্যোত কৌর- ১২(১৪)

রিচা ঘোষ- ৩৪ (২৪)

রাধা যাদব(৩)
দক্ষিণ আফ্রিকার বোলিং
মারিজান কাপ- ০-৫৯
আয়াবঙ্গা খাকা- ৩-৫৮
মালাবা ১-৪৭
ডি ক্লার্ক- ১-৫২
চলে ট্রায়ন- ৪৬-১
দক্ষিণ আফ্রিকার ব্যাটিং
লরা উলভার্ট- ১০১(৯৮)
তাজমিন বিটস- ২৩(৩৫)
অনিখে বশ -০(৬)
সুনে লুইস- ২৫(৩১)
মারিজান কাপ- ৪(৫)
সিনালো জাফটা- ১৬(২৯)
আনেরি ডের্কসেনের- ৩৫(৩৭)
ক্লোয়ি ট্রিয়ন -৯(৮)
নাদিন ডি ক্লার্ক- ১৮(১৯)
আয়াবঙ্গা খাকা- ১(৭)
মালাবা- ০
ভারতের বোলিং
দীপ্তি শর্মা- ৩৯-৫
শেফালি ভার্মা- ৩৬-২
শ্রী চরণী- ১-৪৮


