রাজস্থানের যোধপুরের রেশ কাটতে না কাটতে ফের দুর্ঘটনা জয়পুরে (Jodhpur in Rajsthan)! ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে জয়পুরের হারমাদা এলাকায় এক ডাম্পার পরপর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। ঘটনায় ১২ জন মারা গিয়েছে, আহত হয়েছে ৫০ এর বেশি মানুষ। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তাদের এসএমএস হাসপাতালের ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৪ নম্বর রোড থেকে লোহা মান্ডি পেট্রোল পাম্পের দিকে আসছিল খালি ডাম্পারটি। কিন্তু চালক মত্ত অবস্থাতে ছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ মিটার ধরে একের পর এক যানবাহনকে ধাক্কা দিয়ে এগোতে থাকে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান চলাচল স্বাভাবিক করে এবং ক্ষতিগ্রস্ত গাড়িগুলিকে হাইওয়ে থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা শুরু করে। আহতদের অ্যাম্বুলেন্সে করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আরও পড়ুন: সোনার মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় শিলিগুড়ি

জয়পুরের জেলা কালেক্টর জিতেন্দ্র সোনি জানিয়েছেন, “লোহা মান্ডির কাছে ডাম্পারটি পর পর বেশ কয়েকটি গাড়িকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় ১২ জন নিহত এবং ৫০-এরও বেশি আহত হয়েছেন।” ডাম্পারের চালককে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাঁর বিভিন্ন মেডিক্যাল টেস্ট করানো হবএ জানা গেছে।
প্রসঙ্গত, রবিবার সন্ধ্যায় আরও একটি দুর্ঘটনা ঘটে রাজস্থানের যোধপুর শহরে। ভারতমালা এক্সপ্রেসওয়েতে থাকা ট্রাকে ধাক্কা মারে একটি ট্রাভেলার গাড়ি। ঘটনায় মৃত্যু হয় ১৮ জনের। সেই রেশ কাটতে না কাটতেই ফের দুর্ঘটনার খবর রাজস্থানে।

–

–

–

–

–

–


