Tuesday, November 11, 2025

সোনার মেয়ের ঘরে ফেরার অপেক্ষায় শিলিগুড়ি

Date:

Share post:

শিলিগুড়ির মেয়ের হাত ধরে বাঙালি প্রথম বার বিশ্বকাপ (world cup win 2025) হাতে ছুঁয়ে দেখল। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ভারতীয় দলকে সেরার খেতাব এনে দিয়েছে শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ। বাবা মায়ের পাশাপাশি গর্বের চওড়া হাসি গোটা বাংলার। শিলিগুড়ির সোনার মেয়ের দেখা পাওয়ার অপেক্ষায় গোটা শহর।শিলিগুড়ি পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি হাতিমোড় এলাকার বাসিন্দা রিচা ঘোষ। মহিলা বিশ্বকাপ ২০২৫-এ ভারতের হয়ে অবিশ্বস্য জয় রিচার। একদিকে স্বপ্ন পূরণ অন্যদিকে জেদ! পূর্ণ হলো বাঙালির বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্ন রবিবার মুম্বাই থেকে জানালেন রিচা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে রিচার ৩৪ রান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শহরের মেয়ের বিশ্বজয়, আনন্দে মাতল শিলিগুড়ি! রিচা ঘোষ! নামটাই এখন যেন এক আবেগ, এক গর্ব, এক উন্মাদনা শিলিগুড়ির মানুষের কাছে। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা শহর। শহরের সর্বত্রই একটাই স্লোগান— “রিচা, তুমি আমাদের গর্ব!” রবিবার সন্ধ্যার পর থেকেই হিলকার্ট রোড, বাঘাযতীন পার্ক, হাকিমপাড়ার অলিগলি থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় শুরু হয় আনন্দ উৎসব। আতশবাজির শব্দে, ঢাকের তালে, গানের ছন্দে কেঁপে ওঠে শহর। রিচার বাড়ির সামনে মানুষের ভিড় সামলানোই দায়। উৎসবমুখর পরিবেশে এলাকার মানুষ চিৎকার করে উঠছিলেন— “আমাদের রিচা দেশের মুখ উজ্জ্বল করেছে!” রিচার প্রতিবেশীদের কথায়, “রিচাকে ছোট থেকে খেলতে দেখেছি। ওর মধ্যে আলাদা জেদ, পরিশ্রম আর আত্মবিশ্বাস সবসময় ছিল।ম্যাচের পর রিচা জানালেন, জীবন বাজি রেখে নেমেছিলেন ফাইনালে। বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হয়েছে। শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের সদ্য প্রাক্তন ক্রিকেট সচিব মনোজ বর্মা জানান, রিচার জন্য গর্বিত শহর। ওর বাবা মানবেন্দ্র ঘোষ ওরফে গবা জীবনের সবটা উজাড় করে রিচাকে তাঁর স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছেন। মেন্টর হিসেবে ওর বাবার অবদান অনস্বীকার্য। শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব থেকে প্রশিক্ষণ নিতে শুরু করে রিচা সেই সময় গোপাল বাবু তার প্রশিক্ষক ছিলেন। এর পর কলকাতায় গিয়ে প্রথমে জেলা স্তর এবং পরবর্তীতে রাজ্য ও অন্তরাজ্য খেলে বিসিসিআই-এর নজরে আসে রিচা। তাঁর ফিল্ডিং, উইকেট কিপিং এবং ব্যাটিং দক্ষতা নিয়ে আইপিএল-এ তার আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছেন মনোজ বর্মা। হাকিমপাড়ার মোড়ে সাজানো হয়েছে অস্থায়ী মঞ্চ, সেখানেই রাতভর গানবাজনা চলেছে! শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ মোতায়েন ছিল ভিড় সামলাতে। তবে উৎসব ছিল শান্তিপূর্ণ। রিচার বন্ধুরা জানিয়েছেন, শিলিগুড়ির প্রতিটি বাড়িতেই আজ আনন্দের জোয়ার বয়ে গিয়েছে। আরও পড়ুন: আর্থিক দুর্নীতির তদন্তে অনিল আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভারতীয় ক্রিকেটের অন্যতম সদস্য হয়েও ভোলেনি শহরের মানুষ ও নতুন প্রজন্মের বাচ্চাদের বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র জানান, শিলিগুড়িতে এলেই বাঘাজাতীন ক্লাবের বাচ্চাদের খেলা নিয়ে নানান গল্প ও টেকনিক নিয়ে আলোচনা করেন রিচা। মহাকুমা পরিষদের হাতে বাচ্চাদের জন্য ১ লক্ষ টাকা তুলে দিয়েছেন তিনি বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। পাশাপাশি মেয়র আরও জানান রিচার জয়ে গর্বিত আমরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে রিচা এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। তবে এই মুহূর্তে রিচার পরিবার ওর কাছেই রয়েছে, রিচার বাবার সঙ্গে কথা বলে রিচা কবে শহরে ফিরবে তা নিয়ে আমরা প্রস্তুত থাকব, একটা গ্রান্ড ওয়েলকাম রিচা ডিজার্ভ করে বলে জানান মেয়র। অন্যদিকে মেয়ের জয়ে অবেগপ্রবণ রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানান, ৪৫ রাত না ঘুমিয়ে স্বপ্ন বুনেছেন রিচা। তাঁর সফলে আনন্দাশ্রু বাবার। রিচা পেরেছে ভারতের মহিলা ক্রিকেট দলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে বললেন রিচা ঘোষের বাবা। সব মিলিয়ে উৎসবের আমেজ শহরে।

spot_img

Related articles

ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

বর্ষীয়ান বলিউড অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) শারীরিক অবস্থার অবনতি। রাতেই ব্রিচ ক্যান্ডি হাসপাতালে গেলেন শাহরুখ-সলমানরা (Shahrukh Khan - Salman...

সলমনই হামলার মাস্টারমাইন্ড? দিল্লি বিস্ফোরণে গ্রেফতার ব্যবহৃত গাড়ির মালিক

সাদা রঙের একটি হুন্ডাই আই–২০ গাড়ি ধীরে ধীরে এসে ট্রাফিক সিগন্যালের সামনে থামতেই মুহূর্তের মধ্যে ঘটে বিস্ফোরণ। সোমবার...

দিল্লি বিস্ফোরণের জের: কলকাতার সব থানাকে সতর্ক করেছে লালবাজার, গুরুত্বপূর্ণ মোড়ে চলছে নাকা চেকিং

দিল্লির লালকেল্লার কাছে মেট্রো স্টেশনের এক নম্বর গেটের সামনে ভয়াবহ বিস্ফোরণের জেরে দেশের রাজধানীর পাশাপাশি হাই অ্যালার্ট (High...

দিল্লির বিস্ফোরণের ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর! ঘটনাস্থলে স্বরাষ্ট্রমন্ত্রী, গ্রেফতার গাড়ির মালিক

দিল্লির বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ১। বিষ্ফোরণ হওয়া গাড়ির মালিককে গ্রেফতার করল পুলিশ। প্রসঙ্গত, শনিবার সন্ধ্যায় লালকেল্লা মেট্রো স্টেশনের...