Wednesday, November 5, 2025

শিলিগুড়ির মেয়ের হাত ধরে বাঙালি প্রথম বার বিশ্বকাপ (world cup win 2025) হাতে ছুঁয়ে দেখল। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ভারতীয় দলকে সেরার খেতাব এনে দিয়েছে শিলিগুড়ির সোনার মেয়ে রিচা ঘোষ। বাবা মায়ের পাশাপাশি গর্বের চওড়া হাসি গোটা বাংলার। শিলিগুড়ির সোনার মেয়ের দেখা পাওয়ার অপেক্ষায় গোটা শহর।শিলিগুড়ি পুরনিগমের ১৯ নম্বর ওয়ার্ডের সুভাষপল্লি হাতিমোড় এলাকার বাসিন্দা রিচা ঘোষ। মহিলা বিশ্বকাপ ২০২৫-এ ভারতের হয়ে অবিশ্বস্য জয় রিচার। একদিকে স্বপ্ন পূরণ অন্যদিকে জেদ! পূর্ণ হলো বাঙালির বিশ্বকাপ ছুঁয়ে দেখার স্বপ্ন রবিবার মুম্বাই থেকে জানালেন রিচা। রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপ ফাইনালে রিচার ৩৪ রান গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। শহরের মেয়ের বিশ্বজয়, আনন্দে মাতল শিলিগুড়ি! রিচা ঘোষ! নামটাই এখন যেন এক আবেগ, এক গর্ব, এক উন্মাদনা শিলিগুড়ির মানুষের কাছে। রবিবার রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারতের জয়ে মুখর হয়ে উঠল গোটা শহর। শহরের সর্বত্রই একটাই স্লোগান— “রিচা, তুমি আমাদের গর্ব!” রবিবার সন্ধ্যার পর থেকেই হিলকার্ট রোড, বাঘাযতীন পার্ক, হাকিমপাড়ার অলিগলি থেকে শুরু করে প্রতিটি পাড়ায় পাড়ায় শুরু হয় আনন্দ উৎসব। আতশবাজির শব্দে, ঢাকের তালে, গানের ছন্দে কেঁপে ওঠে শহর। রিচার বাড়ির সামনে মানুষের ভিড় সামলানোই দায়। উৎসবমুখর পরিবেশে এলাকার মানুষ চিৎকার করে উঠছিলেন— “আমাদের রিচা দেশের মুখ উজ্জ্বল করেছে!” রিচার প্রতিবেশীদের কথায়, “রিচাকে ছোট থেকে খেলতে দেখেছি। ওর মধ্যে আলাদা জেদ, পরিশ্রম আর আত্মবিশ্বাস সবসময় ছিল।ম্যাচের পর রিচা জানালেন, জীবন বাজি রেখে নেমেছিলেন ফাইনালে। বিশ্বকাপ জিতে স্বপ্ন পূরণ হয়েছে। শিলিগুড়ি মহাকুমা ক্রীড়া পরিষদের সদ্য প্রাক্তন ক্রিকেট সচিব মনোজ বর্মা জানান, রিচার জন্য গর্বিত শহর। ওর বাবা মানবেন্দ্র ঘোষ ওরফে গবা জীবনের সবটা উজাড় করে রিচাকে তাঁর স্বপ্ন পূরণ করতে সাহায্য করেছেন। মেন্টর হিসেবে ওর বাবার অবদান অনস্বীকার্য। শিলিগুড়ির বাঘাযতীন অ্যাথলেটিক ক্লাব থেকে প্রশিক্ষণ নিতে শুরু করে রিচা সেই সময় গোপাল বাবু তার প্রশিক্ষক ছিলেন। এর পর কলকাতায় গিয়ে প্রথমে জেলা স্তর এবং পরবর্তীতে রাজ্য ও অন্তরাজ্য খেলে বিসিসিআই-এর নজরে আসে রিচা। তাঁর ফিল্ডিং, উইকেট কিপিং এবং ব্যাটিং দক্ষতা নিয়ে আইপিএল-এ তার আত্মপ্রকাশ ঘটেছে বলে জানিয়েছেন মনোজ বর্মা। হাকিমপাড়ার মোড়ে সাজানো হয়েছে অস্থায়ী মঞ্চ, সেখানেই রাতভর গানবাজনা চলেছে! শহরের বিভিন্ন প্রান্তে পুলিশ মোতায়েন ছিল ভিড় সামলাতে। তবে উৎসব ছিল শান্তিপূর্ণ। রিচার বন্ধুরা জানিয়েছেন, শিলিগুড়ির প্রতিটি বাড়িতেই আজ আনন্দের জোয়ার বয়ে গিয়েছে। আরও পড়ুন: আর্থিক দুর্নীতির তদন্তে অনিল আম্বানির ৩০০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত ইডির

ভারতীয় ক্রিকেটের অন্যতম সদস্য হয়েও ভোলেনি শহরের মানুষ ও নতুন প্রজন্মের বাচ্চাদের বললেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। মেয়র জানান, শিলিগুড়িতে এলেই বাঘাজাতীন ক্লাবের বাচ্চাদের খেলা নিয়ে নানান গল্প ও টেকনিক নিয়ে আলোচনা করেন রিচা। মহাকুমা পরিষদের হাতে বাচ্চাদের জন্য ১ লক্ষ টাকা তুলে দিয়েছেন তিনি বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। পাশাপাশি মেয়র আরও জানান রিচার জয়ে গর্বিত আমরা, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে রিচা এবং ভারতীয় মহিলা ক্রিকেট দলের ক্রিকেটারদের অভিনন্দন জানিয়েছেন। তবে এই মুহূর্তে রিচার পরিবার ওর কাছেই রয়েছে, রিচার বাবার সঙ্গে কথা বলে রিচা কবে শহরে ফিরবে তা নিয়ে আমরা প্রস্তুত থাকব, একটা গ্রান্ড ওয়েলকাম রিচা ডিজার্ভ করে বলে জানান মেয়র। অন্যদিকে মেয়ের জয়ে অবেগপ্রবণ রিচার বাবা মানবেন্দ্র ঘোষ জানান, ৪৫ রাত না ঘুমিয়ে স্বপ্ন বুনেছেন রিচা। তাঁর সফলে আনন্দাশ্রু বাবার। রিচা পেরেছে ভারতের মহিলা ক্রিকেট দলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে বললেন রিচা ঘোষের বাবা। সব মিলিয়ে উৎসবের আমেজ শহরে।

Related articles

দিনে দুপুরে স্কুলছাত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! অসমে বাড়ছে ক্ষোভ

পথে-ঘাটে বেরোনো বিজেপি শাসিত অসমে কতটা বিপজ্জনক মেয়েদের জন্য, ফের একবার প্রমাণিত হল। রোজকার স্কুলের রুটেও নিরাপদ নয়...

মেয়ের কৃতিত্বে চোখে জল মায়ের, পছন্দের পদেই বিশ্বজয়ীকে বরণের পরিকল্পনা

রিচা ঘোষের( Richa Ghosh) সাফল্যে উচ্ছ্বাসে ভাসছে গোটা শিলিগুড়ি।  বিশ্বজয়ীর মেয়েতে বরণ করে নেওয়ার অপেক্ষায় গেটওয়ে অফ পাহাড়।...

এআইএফএফ-ফিফা অ্যাকাডেমিতে বাংলার রাজ, অভিনন্দন ক্রীড়ামন্ত্রীর

ভূমিপুত্রদের তুলে আনার লক্ষ্য নিয়েই ক্ষমতায় আসার পর বেঙ্গল ফুটবল অ্যাকাডেমি(Bengal Football Academy) তৈরি করে তৃণমূল সরকার। তৃণমূল...

হরিয়ানায় ভোটচুরি, ব্রাজিলীয় মডেলের ছবিতে ২২টি কার্ড! বিজেপির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ রাহুলের

SIR-এর নামে ভোটার তালিকা থেকে বিরোধীদের নাম বাদ আর নিজেদের লোকেদের নাম ঢোকানোর ষড়যন্ত্র করছে বিজেপি (BJP)। নিজেদের...
Exit mobile version