Saturday, November 15, 2025

সোম-দুপুরেই শাসকদলে ফিরছেন শোভন-বৈশাখী! নজর তৃণমূল ভবনের সাংবাদিক বৈঠকে

Date:

ছাব্বিশের নির্বাচনের দামামা বাজতে না বাজতেই একর পর এক চমক। নিউটাউন কলকাতা উন্নয়ন পর্ষদ (NKDA)-এর চেয়ারম্যান পদে নিয়োগের পরে এবার তৃণমূলে ফিরছেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সঙ্গে বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও। সোমবার দুপুরে তৃণমূল ভবনে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী এবং রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে আনুষ্ঠানিক ভাবে ফিরছেন তাঁরা বলে তৃণমূল সূত্রে খবর।

২০১৮-তে কলকাতার মেয়র পদ এবং রাজ্যের মন্ত্রিসভা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে দিল্লি গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। কিন্তু পদ্মশিবিরের সঙ্গে সেই মধুচন্দ্রিমা বেশিদিন স্থায়ী হয়নি। সম্পর্ক তিক্ত হতেই গেরুয়া শিবির আনুষ্ঠানিক ভাবে ছাড়েন শোভন-বৈশাখী। গত কয়েক বছর ধরেই তাঁদের তৃণমূলের ফেরার জল্পনা তৈরি হয়। অবশেষে তৃণমূলে ফিরছেন তাঁরা।

গত ২৫ সেপ্টেম্বরে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে (Boisakhi Banerjee) কালীঘাটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) অফিসে হাজির হন শোভন। প্রায় ঘণ্টা দুয়েক আলোচনা হয় অভিষেকের সঙ্গে। সেই বিষয়ে শোভন বলেছিলেন, যে দীর্ঘ সাক্ষাৎ হয়েছে, তাতে আমি মুগ্ধ। রাজনীতি নিয়ে দীর্ঘ আলোচনা হয়। কথা বলে সমৃদ্ধ হয়েছেন। দলের কাজে আগ্রহী তিনি। মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের সময়, আচমকা পাহাড়ে গিয়ে প্রায় ২ ঘণ্টা মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে একান্তে বৈঠক করেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। নতুন পদ পাওয়ার খবরে আপ্লুত ও তৃণমূল সভানেত্রীর প্রতি কৃতজ্ঞ শোভন বলেন, ”মুখ্যমন্ত্রী আস্থা রেখেছেন, সেটাই সবচেয়ে বড় সম্মান। তাঁকে ধন্যবাদ জানানোর ভাষা নেই।” এবার দলে যোগ দিতে চলেছেন তাঁরা।

Related articles

একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ এসএসসির! চাকরিপ্রার্থীদের শুভেচ্ছাবার্তা শিক্ষামন্ত্রীর

প্রকাশিত হল একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগে ইন্টারভিউয়ের তালিকা। কমিশন জানিয়েছে, প্রায় ২০ হাজার চাকরিপ্রার্থীকে নথি যাচাই এবং ইন্টারভিউয়ের জন্য...

রেকর্ড আয়েই নতুন উৎসাহে ফিরল বেঙ্গল সাফারি পার্ক

রেকর্ড আয়ের হাত ধরে নতুন উদ্যমে ভরপুর হয়ে উঠেছে শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্ক। পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছরের...

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...
Exit mobile version