বিজেপি(BJP) শাসিত ধর্ষকদের কার্যত স্বর্গরাজ্যে পরিণত হয়েছে উত্তরপ্রদেশ(Uttarpradesh)! শিঁকেয় উঠেছে যোগীরাজ্যে নারী সুরক্ষা। উত্তরপ্রদেশের বাহরাইচে দিন দুয়েক আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন এক নাবালিকা। অনেক খুঁজেও না পেয়ে অবশেষে বাড়ির লোক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ দায়ের করেছিলেন থানায়। ৩ জন এই ঘটনার সঙ্গে যুক্ত বলে জানানো হয়েছিল। সোমবার বাড়ির কাছে একটি বাগান থেকে উদ্ধার হয় ৫ বছরের ওই কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। কিশোরীর সারা দেহে ছিল অসংখ্য হিংস্রতার প্রমান এবং আঘাতের চিহ্ন।

সূত্রের খবর, বাড়ির কাছেই গলা কাটা অবস্থায় পাওয়া গিয়েছে নাবালিকার দেহ। পুলিশ জানিয়েছে উদ্ধারের সময় দেখা গিয়েছে কিশোরীর হাত ও পা ভাঙা অবস্থায় ছিল। শুধু তাই নয়, নাক বালি ও আঠা দিয়ে বন্ধ করা ছিল। অপহরণকারীরা কিশোরীকে ধর্ষণ করে খুন করেছে বলেই পরিবারের তরফে অভিযোগ করা হয়েছে।

বাহরাইচের মিহিরপুরার সার্কেল অফিসার হর্ষিতা তিওয়ারি এই ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন ৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাদের মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে। কিশোরীর দেহ ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের স্বার্থে সবদিক খতিয়ে দেখা হচ্ছে। বাকিরা কোথায় বা কবে গ্রেফতার করা হবে এই নিয়ে যদিও কোন সদুত্তর পাওয়া যায় নি।

কিন্তু এদিনের এই মর্মান্তিক ঘটনার ফলে উত্তরপ্রদেশে নারী সুরক্ষা ফের প্রশ্নের মুখে পড়েছে। যোগীর রাজ্যে একাধিক ধর্ষণ ও নারীদের উপর অত্যাচারের অভিযোগ প্রতিদিনই থাকছে সংবাদ শিরোনামে। উত্তরপ্রদেশে হাথরস থেকে বদায়ুঁর মতো ঘটনা আজও তরতাজা। ‘নারী সুরক্ষা’ এক অলীক কল্পনা এই রাজ্যে। তার মধ্যে বাহরাইচের এমন নৃশংসা ঘটনার জেরে নিন্দার ঝড় উঠেছে দেশ জুড়ে। প্রশ্ন উঠছে নিজেদের রাজ্যে নারীদের বিন্দুমাত্র সুরক্ষা দিতে পারে না বিজেপি, তারা আবার অন্য রাজ্যের নারী সুরক্ষা নিয়ে কথা বলে কীভাবে?

–

–

–

–


