Thursday, December 4, 2025

দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

Date:

Share post:

এসআইআর প্রক্রিয়াকে হাতিয়ার করে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা হচ্ছে— এমন অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রতিবাদ মঞ্চ থেকে তিনি সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, “রাজনৈতিক অভিসন্ধি নিয়েই এই ষড়যন্ত্র চলছে। বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিতে চাইছে বিজেপি।”

মুখ্যমন্ত্রী উদাহরণ হিসেবে তুলে ধরেন প্রখ্যাত সঙ্গীতশিল্পী দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নাম বাদ পড়ার ঘটনা। মমতা বলেন, “আমি যেখানে দাঁড়িয়ে আছি, সেখান থেকে একটু দূরেই দ্বিজেনদার বাড়ি। আমার হাতে একটা লিস্ট এল। দেখলাম, ওনার পরিবারের সকলের নাম বাদ। যদি ওঁদের নাম বাদ দিতে পারে, তাহলে আপনাদের নাম বাদ দিতে কতক্ষণ?”

তিনি আরও জানান, ২০০২ সালের ভোটার তালিকায় তাঁর পরিবারের সদস্যদেরও নাম নেই। বলেন, “সল্টলেকের বাড়ি লোপাট হয়ে গিয়েছে। শ্যামপুকুরে আমার আদি বাড়ি। সেখানেও পরিবারের নাম নেই। তাহলে নাগরিকত্বের প্রমাণ কীভাবে দেব?”

কেন্দ্রীয় নীতির বিরোধিতা করে মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, “সরকার ভুল করলে জরিমানা হবে না। কিন্তু সাধারণ নাগরিক যদি কোনও নথি দেখাতে না পারে, ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে? বাবা-মায়ের সার্টিফিকেট না থাকলে কি সে ভোটার হতে পারবে না? একজন ভারতবাসীকে তার নাগরিকত্ব প্রমাণ করতে বলতে পারেন, কিন্তু তার ভোটের অধিকার কেড়ে নেওয়ার অধিকার আপনার নেই।”

তিনি অভিযোগ করেন, এসআইআরকে ঘিরে রাজ্যে ভয় ও বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাঁর কথায়, “মানুষের উপর চাপ সৃষ্টি করে তাঁদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে। বাংলার মানুষ তা মানবে না।”

আরও পড়ুন – এসআইআর মঞ্চে ‘শহিদ বরণ’: সাত শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন মমতা-অভিষেকের

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

বহুতল সমস্যা সমাধানে সর্বদা পাশে রাজ্য সরকার: জানালেন মুখ্যমন্ত্রী

বহুতল সমস্যা সমাধানে রাজ্য সরকার তথা তৃণমূল কংগ্রেস পাশে থাকবে। আরও স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার...

রাজ্যের শিক্ষক-কর্মীদের জন্য সুখবর: এবার মিলবে অতিরিক্ত ১০% মহার্ঘ ভাতা

স্কুল শিক্ষা দফতরের পক্ষ থেকে ঘোষণা করা হল যে রাজ্যের সরকারি ও সরকারপোষিত স্কুল এবং সংস্কৃত টোলের শিক্ষক...

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...