Thursday, December 4, 2025

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

Date:

Share post:

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল স্পষ্ট বিভাজন। শান্তনু ঠাকুরের সংগঠন থেকে পৃথক হয়ে নতুন কমিটি গঠন করলেন তাঁর দাদা, গাইঘাটার বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুর। ফলে ঠাকুর পরিবারে ভাঙন আরও স্পষ্ট হল বলেই রাজনৈতিক মহলের মত।

এর আগে ‘অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ’ নামে দুটি সংগঠন চালু ছিল— একটির নেতৃত্বে ছিলেন তৃণমূল সাংসদ মমতা ঠাকুর, অন্যটির শীর্ষে ছিলেন শান্তনু ও সুব্রত। প্রতিবছর রাস উৎসবের সময় সংগঠনের কমিটি পুনর্গঠন হয়। তবে এ বছর একই নাম ও একই রেজিস্ট্রেশনে তৃতীয় সংগঠন তৈরির ঘোষণা করেছেন সুব্রত।

নতুন সংগঠনের প্রধান সেবায়েত করা হয়েছে শান্তনু ও সুব্রত ঠাকুরের বাবা মঞ্জুল কৃষ্ণ ঠাকুর এবং মা ছবি রানী ঠাকুরকে। উপদেষ্টা মণ্ডলীতে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অসীম সরকার, অশোক কীর্তনীয়া, স্বপন মজুমদারসহ একাধিক বিজেপি বিধায়ক। এতে স্পষ্ট, রাজ্য বিজেপির অন্দরের আরেকটি ক্ষমতা-অক্ষ এবার ঠাকুরবাড়ির ভিতরেই সক্রিয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মতুয়া ভোটব্যাঙ্ককে ঘিরে টানাপোড়েন বহু দিন ধরেই আছে। কিন্তু এ বার সেই টানাপোড়েন সাংগঠনিক দ্বন্দ্ব থেকে পারিবারিক কোন্দলে গিয়ে ঠেকেছে। শান্তনু বিরোধী শিবির এখন সুব্রতের পক্ষে অবস্থান নেবে বলেই অনুমান। ঠাকুরবাড়ির একাংশের বক্তব্য, ক্ষমতা ও সংগঠনের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিনের অসন্তোষেই এই ভাঙন। তবে শান্তনু শিবিরের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই এই বিভাজন তৈরি করা হয়েছে। মতুয়া সমাজের ভোট যে রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা নতুন নয়। এই ভাঙনের প্রভাব আগামী দিনের রাজনৈতিক সমীকরণে পড়তে চলেছে, এমনটা মনে করছে বিভিন্ন মহল।

আরও পড়ুন – দ্বিজেন মুখোপাধ্যায়ের পরিবারের নামও বাদ! এসআইআরকে ঘিরে ক্ষোভপ্রকাশ মুখ্যমন্ত্রীর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শিক্ষামন্ত্রী না থাকলে বিজয়ের গোড়ায় পৌঁছানো সম্ভব হত না: কৃতজ্ঞতা প্রকাশ পর্ষদ সভাপতির

রাজনৈতিক অভিসন্ধি থেকে যে ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তা প্রমাণ...

রাস্তা তৈরি থেকে অন্যান্য পরিষেবা কেমন চলছে? নজরদারিতে বিরাট সিদ্ধান্ত নবান্নের

রাজ্যে উন্নয়নের গতি কোনওভাবেই যেন থেমে না যায়, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের চাপিয়ে দেওয়া এসআইআর...

বৃহস্পতিবার লক্ষাধিক জমায়েত: দলনেত্রীর সম্প্রীতির বার্তা শুনতে অপেক্ষায় বহরমপুর

রাজ্যে এসআইআর পরিস্থিতি ও বিজেপির ক্রমাগত উস্কানির রাজনীতির মধ্যেই জেলা সফরে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বুধবার...

আর জি কর মামলার তদন্ত শেষ, সমন পাঠানোর নির্দেশ আখতার আলিকে

আর জি কর হাসপাতালের মামলার তদন্ত শেষ হয়েছে বলে বুধবার আলিপুর বিশেষ সিবিআই আদালতকে জানাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা...