আচমকা শুটিং সেটে গুরুতর অসুস্থ অভিনেতা জিতু কামাল (Jeetu Kamal)। বুধবার, ‘এরাও মানুষ’-এর সেটে আচমকাই বুকে ব্যথা অনুভূব করেন তিনি। সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর, মাথা ঘুরে যায় জিতুর। অবস্থার অবনতি হলে তড়িঘড়ি তাঁকে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়।

এই মুহূর্তে ধারাবাহিক (Serial) ‘চিরদিনই তুমি যে আমার’-এ অভিনয় করছে জিতু। পাশাপাশি, চলছে পরিচালক সাঁই প্রকাশ লাহিড়ির ছবি (Bengali Film) ‘এরাও মানুষ’-এর শুটিং চলছে। পরিচালকের তরফে জানানো হয়েছে, সেটে এদিন আচমকাই অসুস্থ হয় পড়েন জিতু (Jeetu Kamal)। একটানা শুটিংয়ের জেরেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে সূত্রের খবর।

–

–

–

–

–

–

–

–


