নদিয়ার চাপড়া এলাকায় নিষিদ্ধ কফসিরাপ ‘ফেনসিডিল’ বাজেয়াপ্তকে ঘিরে সংঘর্ষে জড়িয়ে পড়ল বিএসএফ (BSF) এবং রাজ্য পুলিশ (WB Police)। মঙ্গলবার রাত প্রায় ৯টা নাগাদ, ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর পুলিশ জেলার চাপড়া থানার সীমানগর এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, নিষিদ্ধ কফ সিরাপ পাচার হচ্ছে বুঝতে পেরে এলাকার মানুষ পুলিশকে খবর দিলে ঘটনার তলে একইসঙ্গে পুলিশের পাশাপাশি বিএসএফও পৌঁছে যায়। সীমান্তরক্ষী বাহিনী দাবি করে সিরাপগুলি তাদের হেফাজতে দিতে হবে, কারণ তারা আগে থেকেই এই বিষয়ে তথ্য পেয়েছিল। কিন্তু আইন অনুযায়ী কৃষ্ণনগর জেলা পুলিশ (Krishnanagar Police District) হস্তান্তরে রাজি হয়নি। এই নিয়ে গোলমাল শুরু হয় যার রীতিমতো সংঘর্ষের পর্যায়ে পৌঁছে যায়। অন্তত তিনজন পুলিশ কর্মী আহত হয়েছেন বলে খবর। পুলিশ এক বিএসএফ কর্মীকে আটক করে।

BSF-এর দাবি, তাদের কাছে গোপন সূত্রে খবর ছিল, চাপড়া সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছিল। তাই তারা অভিযান চালায়। অন্যদিকে, পুলিশের বক্তব্য, আইনি প্রক্রিয়া মেনে নিষিদ্ধ সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছিল, এরপর বিএসএফ বেআইনিভাবে সেগুলি নিজেদের হেফাজতে নিতে চেয়েছিল। এই বিষয়ে কৃষ্ণনগর জেলা পুলিশের ডিএসপি শিল্পী পাল বলেন। গোটা বিষয়টি নিয়ে একটু ভুল বোঝাবুঝি হয়েছিল সেখান থেকেই ঘটনা এতদূর গড়িয়েছে । আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে সকালেও এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়ন করা রয়েছে।

–

–

–

–

–

–

–

–
–


