Wednesday, November 12, 2025

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের সূচনা হয় ভোরে মঙ্গলারতির মাধ্যমে, এরপর ধর্মীয় রীতিনীতি মেনে একের পর এক ভক্তিমূলক কর্মসূচিতে মেতে ওঠেন উপস্থিত ভক্তরা।

ভগবান শ্রীকৃষ্ণের ঐশ্বরিক রাসলীলা প্রত্যক্ষ করার আশায় সকাল থেকেই দীর্ঘ লাইন পড়ে মন্দির প্রাঙ্গণে। দুপুর নাগাদ অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের অভিষেক। সেখানে ব্যবহার করা হয় বিভিন্ন তীর্থক্ষেত্রের পবিত্র জল। এরপর নতুন পোশাকে সজ্জিত করা হয় জগন্নাথ, বলরাম ও সুভদ্রাকে। শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয় বিশেষ ‘৫৬ ভোগ’, যেখানে বাংলার নানা ঐতিহ্যবাহী পদ স্থান পেয়েছে।

সারাদিন ধরে কীর্তন, শাস্ত্রীয় নৃত্য ও ধর্মীয় সংগীতের মধ্য দিয়ে ভরে ওঠে গোটা জগন্নাথ ধাম। সন্ধ্যা নামতেই আলোকসজ্জায় ঝলমল করে ওঠে মন্দির চত্বর। ফুল, মালা ও প্রদীপে সেজে ওঠে দেবদেবীর মূর্তি ও গোটা প্রাঙ্গণ। গোধূলি বেলায় হাজারো প্রদীপ জ্বালিয়ে তৈরি হয় এক আধ্যাত্মিক পরিবেশ।

রাস উপলক্ষে মন্দির প্রাঙ্গণ থেকে বের করা হয় তিনটি রথ, যেগুলি মাসির বাড়িতে স্থাপন করা হয়। সেখানেই পালিত হয় রাস উৎসবের যাবতীয় আচার অনুষ্ঠান। দিঘা জগন্নাথ ধাম ট্রাস্টের সদস্য রাধারমন দাস বলেন, “এই প্রথমবার জগন্নাথ ধামে রাস উৎসব পালিত হল। সকাল থেকে নানা ধর্মীয় কার্যক্রমে অংশ নিচ্ছেন ভক্তরা। দূরদূরান্ত থেকে মানুষ এসেছেন এই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে।” প্রথমবারেই এমন আয়োজনে দিঘার জগন্নাথ ধাম যেন ভক্তির তরঙ্গে ভেসে উঠেছে।

আরও পড়ুন – বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আবারও আন্তর্জাতিক মঞ্চে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, চিনে ‘ব্রিকস স্কিলস কম্পিটিশন’-এ ভারতের প্রতিনিধিত্ব করবে ছাত্রছাত্রীরা

ফের ইতিহাস গড়ল সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি (এসএনইউ)। গত বছরের পর আবারও এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নির্বাচিত হয়েছে চিনে অনুষ্ঠিত...

বিজেপিকে সুবিধা করে দিতেই BLA নিয়োগে নয়া নির্দেশিকা ! কমিশনকে তোপ তৃণমূলের

জাতীয় নির্বাচন কমিশনের নতুন নির্দেশিকা ঘিরে উত্তাল রাজনৈতিক মহল। বুথ লেভেল এজেন্ট (BLA) নিয়োগের নিয়ম পরিবর্তন করে এক...

বোধি ভবনের বার্ষিক উৎসব, সংবর্ধিত অভিনেত্রী মাধবী মুখোপাধ্যায়

দক্ষিণ কলকাতার অন্যতম সেরা CBSE বিদ্যালয় বোধি ভবন কলেজিয়েট স্কুলে মঙ্গলবার অনুষ্ঠিত হল বার্ষিক অনুষ্ঠান। এই উপলক্ষে উত্তম...

সঙ্গীত পরিচালকের ভূমিকায় সৃজিত?

১৫ বছর টলিউডে রাজত্ব করেছেন। ঝুলিতে রয়েছে দুর্দান্ত সব ছবি। কিন্তু এবার সঙ্গীত পরিচালকের ভূমিকায় কাজ করতে চলেছেন...
Exit mobile version