রুপোলি সিনেমা শহরে দিল পা, বছর ঘুরে আবার এল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (31st Kolkata International Film Festival estival)। চলতি বছর সিনে পার্বণ ৩১তম বর্ষে পদার্পণ করতে চলেছে। বৃহস্পতির বিকেলে কলকাতার ধনধান্যও অডিটোরিয়ামে কিফের (KIFF) আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মঞ্চ আলোকিত করতে চলেছেন বলিউড-টলিউড এর একাধিক নক্ষত্ররা। তালিকায় শর্মিলা ঠাকুর থেকে আরতি মুখোপাধ্যায়, শত্রুঘ্ন সিনহা থেকে রমেশ সিপ্পি, সুজয় ঘোষ থেকে সৌরভ গঙ্গোপাধ্যায়রা রয়েছেন বলে খবর। তবে গত বছরের মতো এবারও কিং অফ বলিউড শাহরুখ খান (SRK)আসতে পারছেন না বলে জানা গেছে। এদিন উত্তম কুমারকে শ্রদ্ধা জানিয়ে অজয় কর পরিচালিত ‘সপ্তপদী’ প্রদর্শনের মধ্য দিয়ে চলতি বছর চলচ্চিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। ৭ থেকে ১৩ তারিখ পর্যন্ত কলকাতার নন্দন (Nandan), রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, ওকাকুরা ভবন, নবীনা সিনেমা, রাধা স্টুডিও, বিনোদিনী থিয়েটার, নজরুল তীর্থ-সহ শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে জমে উঠবে সিনেপ্রেমীদের উৎসবের মেজাজ।


এবছরের চলচ্চিত্র উৎসবে ভারত-সহ মোট ৩৯ দেশ থেকে বাছাই করা ২১৫ ছবি দেখানো হবে, যার মধ্যে রয়েছে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। ১৮ ভারতীয় ভাষা এবং ৩০টি বিদেশি ভাষার ছবি দেখানো হবে।ঋত্বিক ঘটকের শতবর্ষ উদযাপন উপলক্ষে এ বছরের সিনে উৎসবে ‘অযান্ত্রিক’, ‘মেঘে ঢাকা তারা’, ‘বাড়ি থেকে পালিয়ে’, ‘কোমল গান্ধার’, ‘তিতাস একটি নদীর নাম’ প্রদর্শিত হবে।


এছাড়া জনপ্রিয় বলিউড সিনেমা ‘শোলে’-র ৫০ বছর উপলক্ষে ‘সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার’ দেবেন পরিচালক রমেশ সিপ্পি। এবারের ট্যাগলাইন হল চলচ্চিত্র মেলায় বিশ্ব। ফোকাস কান্ট্রি হল পোল্যান্ড। উদ্বোধন মঞ্চে বিশেষ নৃত্যানুষ্ঠান করতে দেখা যাবে শিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়কে।

চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকেই ভার্চুয়ালি বিবেকানন্দ যুবভারতী হকি স্টেডিয়ামের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। ২২ হাজার দর্শকাসন বিশিষ্ট ভারতের মধ্যে বৃহত্তম আন্তর্জাতিক মানের এই স্টেডিয়াম নির্মাণে খরচ হয়েছে প্রায় ২০ কোটি টাকা।


–

–

–

–

–

–
–


