Thursday, January 29, 2026

হরিয়ানায় ভোটার জালিয়াতি: প্রকাশ্যে এসে ব্রাজিলিয়ান ‘মডেল’ বললেন, ভারতেই যাইনি কোনওদিন

Date:

Share post:

হরিয়ানায় ভোটার জালিয়াতিতে যার ছবি ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ, সেই ব্রাজিলিয়ান মডেলের (Brazilian  Model) নাম ‘ল্যারিসা’। এবার তিনি প্রকাশ্যে এসে নাম, পরিচয় জানালেন সেই মডেল। ভোটার তালিকায় তাঁর ছবি ব্যবহারের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। বুধবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে হরিয়ানায় কংগ্রেসের পরাজয়ের যোগসাজশ এবং ভোট জালিয়াতির অভিযোগ করেছিলেন। তাঁর আরও অভিযোগ ছিল, “এক যুবতী ভোটারের ছবি প্রকাশ্যে আনেন। অভিযোগ করেন, রাই বিধানসভা কেন্দ্রের ১০টি বুথের ২২ জায়গায় একই মহিলার ছবিতে ভোটার কার্ড।”

একটি ভিডিও প্রকাশ করে কী বললেন মডেল?বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে এসেছে সমস্ত তথ্য। সেই মডেলই নিজে জানিয়েছেন তাঁর নাম ল্যারিসা। তাঁর বক্তব্য,”পুরনো স্টক থেকে ছবি ব্যবহার করা হয়েছে। বর্তমানে আমি আর মডেলিং করি না। ভারতের রাজনীতি নিয়ে আমার মাথাব্যথা নেই। আমার ছবি নেওয়া হয়েছে কোনও স্টক ফোটো থেকে। সেই বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। এর সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। বর্তমানে আমি একজন ডিজিটাল ইনফ্লুয়েন্সার ও হেয়ার ড্রেসারের কাজ করি। ভারতবাসীকে খুব ভালোবাসি। আমি সবাইকে আশ্বস্ত করতে চাই, ছবিটা আমারই তবে ভোট দেওয়া তো দূরের কথা, ভারতেই কোনওদিন যায়নি। তবে এই মুহূর্তে আমার প্রোফাইলে ভারতীয় ফলোয়ারের সংখ্যা বেড়ে গিয়েছে। আমি সেই সমস্ত ভারতীয়দের ধন্যবাদ জানাই যারা আমার প্রোফাইলের স্টোরি দেখছেন। আমার বিষয়ে খোঁজ নিচ্ছে সংবাদমাধ্যম। আপনাদের ভাষা জানি না, তবে আমি কৃতজ্ঞ। অনেক সাংবাদিক আমার সাক্ষাৎকার চাইছেন। আমি তাঁদের বলতে চাই, এখন আমি কোনও মডেল নই, কোনও রহস্য নেই আমাকে ঘিরে।

বৃহস্পতিবার বিহারে প্রথম দফার ভোটগ্রহণ শুরু। তার ২৪ ঘণ্টা আগে চব্বিশে হেরে যাওয়া হরিয়ানা ভোটের সমীকরণে বোমা ফাটিয়েছেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। বলেছিলেন, ‘হরিয়ানায় হয়েছে। এবার বিহারেও হবে। ভোটচুরির সরকার। মাত্র আটটা আসনের জন্য কংগ্রেস সরকার গড়তে পারেনি। হরিয়ানায় ২ কোটি ভোটারের ২৫ লক্ষই ভুয়ো। প্রতি আটটিতে একটি ভোট চুরি হয়েছে। একটি আসনে কংগ্রেস হেরেছে মাত্র ৩২ ভোটে। চুরি না হলে সম্ভব?’

spot_img

Related articles

হোটেলে এক ঘণ্টা সেলিম-হুমায়ুন: বিধানসভা ভোটের আগে রফার চেষ্টা

সাম্প্রদায়িক কোনও দলের সঙ্গেই যাবেন না দাবি করা সিপিআইএম কী শেষ পর্যন্ত মসজিদ তৈরি করা হুমায়ুন কবীরের হাত...

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন...

IND vs NZ T20: বিশ্বকাপের আগে দুরন্ত ব্যাটিং রিঙ্কু-দুবের, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

নিউজিল্যান্ডের(Newzeland) বিরুদ্ধে চতুর্থ টি২০ ম্যাচে হার ভারতের(India)। ৫০ রানে জিতল কিউয়িরা। হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরাই থাকল, নিয়মরক্ষার ম্যাচে...

বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

উত্তর কলকাতার বাগবাজার অঞ্চলে এক বর্ণময় ও আন্তরিক সামাজিক অনুষ্ঠানের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ। স্থানীয় পুরপিতা বাপি ঘোষের...