সুপ্রিম কোর্টে (Supreme Court) এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত রাজ্যের OBC সংরক্ষণ সংক্রান্ত কোনও মামলার শুনানি করতে পারবে না কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার, শুনানিতে নির্দেশ দিলেন প্রধান বিচারপতি বি আর গভাই (Chief Justice)৷ আগামী সপ্তাহে সুপ্রিম কোর্টে হতে পারে এই মামলার পরবর্তী শুনানি৷

১৮ নভেম্বর কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) এই সংক্রান্ত একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল৷ রাজ্যের তরফে এই বিষয়টির উল্লেখ করেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিবাল৷ তাঁর সওয়াল শুনে হাই কোর্টের অবস্থান নিয়ে বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি বি আর গভাই৷

কপিল সিবালের সওয়াল শুনে প্রবল বিস্ময় প্রকাশ করেন প্রধান বিচারপতি। প্রশ্ন তোলেন, সুপ্রিম কোর্ট এই মামলার শুনানি করছে, তারা কলকাতা হাই কোর্টের আদেশের উপরে স্থগিতাদেশও দিয়েছে, তার পরেও কি করে কলকাতা হাইকোর্ট এই মামলার শুনানি করবে? সঙ্গে সঙ্গেই তিনি জানান, যতদিন না সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত মামলার শুনানি শেষ হচ্ছে, ততদিন পর্যন্ত হাই কোর্ট এই মামলার শুনানি করতে পারবে না। একইসঙ্গে প্রধান বিচারপতি গভাই আভাস দেন এই মামলার সুপ্রিম শুনানি স্থানান্তরিত করা হতে পারে অন্য বেঞ্চে৷ ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদ থেকে অবসর নিচ্ছেন গভাই৷ তার আগে সুপ্রিম কোর্টে ওবিসি সংরক্ষণ বাতিল মামলার শুনানি করা হয় কি না, সেদিকেই এখন তাকিয়ে সংশ্লিষ্ট সব মহল৷

–

–

–

–

–

–



