Friday, January 30, 2026

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

Date:

Share post:

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে মোদি সরকার। এবার সেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগামী চার সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতে শুক্রবার, তৃণমূল (TMC) ভবন থেকে সাংবাদিক বৈঠক করে কড়া প্রতিক্রিয়া দেন মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। তিনি বলেন, বিজেপির দু-গালে জোর থাপ্পড়!

ভোটের ময়দানে পেরে উঠতে না পেরে বাংলার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে চলেছে কেন্দ্রীয় সরকার (Govt of India)-এই অভিযোগ আগেই করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কটাক্ষ করে বলেন, বিজেপি ভোটেও হারে আর কোর্টেও হারে। কোর্টের নির্দেশ পড়ে শশী বলেন, আর কত থাপ্পড় দরকার বিজেপির! নির্লজ্জ। সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। রাজ্যকে বঞ্চিত করেছে। কেন্দ্রীয় সরকারের আর কত নির্দেশ চাই! বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ভুল করছে। তাও তারা শুধরোচ্ছে না। বিজেপি নেতারা ফোন করে বলছে বাংলার টাকা আটকে রাখো। এর প্রতিবাদ করেছে তৃণমূল। প্রতিবাদ করেছে বাংলার সাধারণ মানুষ। সবাই বলছে ভুল করছো। তাও কেন্দ্রের বিজেপি (BJP) সরকার নির্লজ্জের মতো আচরণ করছে।

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে দীর্ঘ দিন ধরে সরব রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। রাজ্যের পাওনা টাকা আটকে থাকায় প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। তাই কেন্দ্রের টাকা না-পেয়ে রাজ্যের তহবিল থেকে টাকা দিয়ে এই ধরনের কাজের প্রকল্প শুরু করে তৃণমূল। পাশাপাশি কেন্দ্রের বকেয়া নিয়ে হাই কোর্টে মামলা চলছে। এর আগেই আদালত গত আগস্ট মাস থেকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কেন্দ্র তো টাকা দেয়নি উপরন্ত, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। তবে শীর্ষ আদালত কেন্দ্রের মামলা খারিজ করে দিয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে বলেছে ডিভিশন বেঞ্চ। কেন টাকা আটকে রাখা হয়েছে সেই নিয়ে এক মাসের মধ্যে কেন্দ্রের রিপোর্ট চায় হাইকোর্ট।

spot_img

Related articles

নিরাপদ খাদ্যের অঙ্গীকারে রাজপথে দৌড়, উন্মোচিত হল ‘মুক্তি’-র টি-শার্ট ও মেডেল

থালায় রাসায়নিকমুক্ত খাবার এবং শরীরে সুস্থতার স্পন্দন; এই দুই লক্ষ্যকে সামনে রেখে কলকাতায় হয়ে গেল রান ফর সেফ...

‘আমার চেয়ে কম জানে না’: আলাপনের নতুন বই ‘বাঙালির মন’ প্রকাশ করে অকপট শীর্ষেন্দু মুখোপাধ্যায়

বৃহস্পতিবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় এক অন্যরকম সাহিত্যিক আড্ডার সাক্ষী থাকল পাঠককুল। ২৯ জানুয়ারি প্রকাশিত হলো বিশিষ্ট প্রাবন্ধিক ও...

পরিবেশ রক্ষায় নবান্নের বড় পদক্ষেপ: থানার চত্বরেই মিলবে ইলেকট্রিক গাড়ির চার্জিং পরিষেবা

পরিবেশবান্ধব যান ব্যবহারে উৎসাহ দিতে রাজ্য সরকার কলকাতায় বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন বাড়ানোর উপর জোর দিচ্ছে। এই লক্ষ্যে...

রেশন ব্যবস্থায় কড়া নজরদারি: এবার অ্যাপেই জমা পড়বে ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের রিপোর্ট

রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার উপর নজরদারি আরও জোরদার করতে খাদ্য দফতর রেশন ডিস্ট্রিবিউটরদের গুদাম পরিদর্শনের জন্য অ্যাপ-ভিত্তিক ব্যবস্থা...