বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল গঠন করতে চাইছেন। তৃণমূলের (TMC) ছত্রছায়ায় থেকে যে প্রতিপত্তি অর্জন করেছেন, এবার তাকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা করে ফেললেন ভরতপুরের (Bharatpur) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ২২ ডিসেম্বর দলের বাকি পদাধিকারীদের নাম ঘোষণা হবে বলে জানালেন হুমায়ুন।

ইতিমধ্যেই মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের নামে কুরুচিকর বক্তব্য পেশ করতে পিছপা হননি হুমায়ুন কবীর। জেলা সভাপতি অপূর্ব সরকার, সাংসদ ইউসূফ পাঠানের (Yusuf Pathan) বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে হুমায়ুনকে। বারবার তাঁকে সতর্ক করা হয়েছে। ২০২১ সাল থেকে এই প্রক্রিয়াই চলে এসেছে। এবার তাতে ইতি টানার ইঙ্গিত দিচ্ছেন হুমায়ুন (Humayun Kabir)।

আরও পড়ুন: এবার কি তৃণমূলে হুমায়ুন বিদায়!

প্রয়োজনে অধীর চৌধুরির (Adhir Choudhury) সঙ্গে হাত মেলানোর কথা বলতেও দ্বিধা করেননি হুমায়ুন। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় কমিটির কাগজ পৌঁছেছিল তাঁর বাড়িতে। সেটি ভুলবশত, দাবি করেছিলেন হুমায়ুন। সেক্ষেত্রে কাদের মদতে নতুন দল গঠনের হুঁশিয়ারি, তা নিয়ে ধন্দ বজায় রাখছেন ভরতপুর বিধায়ক। যদিও তাঁর পৃথক দল গঠনের বক্তব্য পেশের পরেও তৃণমূলের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।

–

–

–

–

–

–


