ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী বই না সরিয়ে ভুয়ো বিল দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন সাপ্লায়ার দেবরাজ ভট্টাচার্য। বহুদিন পলাতক থাকার পর অবশেষে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার গিরিশ পার্ক এলাকা থেকে তাঁকে আটক করা হয়। রবিবার আদালতে পেশ করলে ১৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েক বছর আগে ইসকনের তরফে ধর্মীয় গ্রন্থ কেনার জন্য বড় অর্ডার দেওয়া হয়েছিল। সেই বই সরবরাহের দায়িত্বে ছিলেন দেবরাজ ভট্টাচার্য। অভিযোগ, তিনি নির্ধারিত সংখ্যক বই না দিয়ে নথিতে ভুয়ো বিল দেখিয়ে ইসকনের কাছ থেকে প্রায় ২ কোটি টাকা তুলে নেন। অডিটের সময় গরমিল ধরা পড়তেই ইসকনের কর্তৃপক্ষ ২০১৯ সালে শেক্সপিয়র সরণি থানায় অভিযোগ দায়ের করেন।

এরপর থেকেই দেবরাজ গা ঢাকা দেন। আদালত থেকেও তাঁর বিরুদ্ধে ওয়ারেন্ট জারি হয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি কলকাতায় ফিরে আসেন তিনি। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার রাতে তাঁকে গ্রেফতার করে পুলিশ।

তদন্তকারীরা জানিয়েছেন, দেবরাজকে জেরা করলেই এই আর্থিক কেলেঙ্কারির পেছনে থাকা অন্যান্য ব্যক্তিদের হদিশ মিলবে বলে তাঁদের বিশ্বাস। ইসকনের পক্ষ থেকেও পুরো ঘটনায় বিস্ময় প্রকাশ করা হয়েছে। সংগঠনের এক সদস্য বলেন, “আমরা ভাবতেও পারিনি ধর্মীয় বই কেনার মতো কাজেও এমন প্রতারণা হতে পারে।” এই ঘটনার তদন্তে ইতিমধ্যেই পুলিশ আর্থিক নথি ও ব্যাংক লেনদেন খতিয়ে দেখছে। তদন্তকারীদের দাবি, শীঘ্রই এই প্রতারণা চক্রের সমস্ত দিক উন্মোচিত হবে।

আরও পড়ুন – বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

_

_

_

_

_
_


