রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী, বর্তমানে মোট শূন্য পদের সংখ্যা ১২,৫১৪। তবে এসএসসি সূত্রে জানা গিয়েছে, এই আসন সংখ্যা আরও বাড়তে পারে। সবমিলিয়ে প্রায় ৭০০ থেকে ৮০০টি অতিরিক্ত পদ যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

জানা গিয়েছে, বিকাশ ভবন নতুন করে শূন্য পদের হালনাগাদ সংখ্যা জানালেই পরবর্তী ধাপে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে। চূড়ান্ত সিদ্ধান্ত বুধবারের পর জানা যাবে বলে এসএসসি সূত্রের খবর।

কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানান, “এটি মূলত ৬০ নম্বরের লিখিত পরীক্ষার ফলাফল। এখন নথি যাচাই, অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতার নম্বর যোগ করে পরবর্তী ধাপের জন্য প্রার্থীদের বাছাই করা হবে।”

নিয়ম অনুযায়ী, প্রতি ১০০টি শূন্য পদের জন্য ১৬০ জন প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। অর্থাৎ, মেধাতালিকায় উপরের দিকে থাকা প্রার্থীরাই সাক্ষাৎকারের সুযোগ পাবেন। শিক্ষাগত যোগ্যতার জন্য সর্বোচ্চ ১০ নম্বর ধরা হয়েছে।রাজ্য সরকার ছাত্র-শিক্ষক অনুপাতের ভারসাম্য রক্ষার লক্ষ্যে নবম-দশম ও একাদশ-দ্বাদশ স্তরে শূন্যপদ বাড়ানোর পরিকল্পনাও করছে বলে সূত্রের খবর। খুব শিগগিরই ইন্টারভিউয়ের দিনক্ষণ ঘোষণা করবে এসএসসি।

আরও পড়ুন – এপিকের সঙ্গে মোবাইল লিঙ্ক না থাকলে অনলাইনে ফর্ম নয়! কমিশনের নিয়মে ক্ষোভে ফুঁসলেন কল্যাণ

_

_

_

_

_
_


