Saturday, December 20, 2025

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

Date:

Share post:

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) চতুর্থ দিন। কিন্তু সিনেপ্রেমীদের কাছে এ হল রবিবাসরীয় তৃতীয়া। শনির সন্ধ্যায় জমিয়ে ‘অরণ্যের দিনরাত্রি’ দেখার পর, রবির দুপুরে আবার সত্যজিতের (Satyajit Ray) কালজয়ী এক সিনেমা দেখার সুযোগ। অ্যাসিস্ট্যান্ট তোপসে আর বন্ধু জটায়ুকে নিয়ে মগজাস্ত্রে শান দিতে তৈরি ফেলুদা। দুপুর দেড়টায় রবীন্দ্র সদনে প্রদর্শিত হবে ‘জয় বাবা ফেলুনাথ’ (Joy Baba Felunath)। তবে সকালটা শুরু হলিউড ক্লাসিক দিয়ে। আজ নন্দন ১-এ ১১টায় ‘ব্লু ভেলভেট’ (Blue Velvet), বিকেল ৪.৩০টেয় থাকছে ফ্রান্সের সিনেমা ‘দ্য স্ট্রেঞ্জার’ (The Strenger)।

সিনে উৎসবের প্রথম দিন থেকেই নন্দন (Nandan), রবীন্দ্র সদন চত্বর জমজমাট। হল ভর্তি করে সিনেমা দেখা চলছে রাধা স্টুডিও কিংবা বিনোদিনী থিয়েটারেও (Binodini Theatre)। এক সপ্তাহব্যাপী আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) একমাত্র রবিবার আজ। তাই স্বভাবতই ভিড় একটু বেশিই হবে। আজ নন্দন ২-তে সকাল ১১টায় দেখতে পারেন ‘হুইসপার্স অফ দ্য মাউন্টেন’ (Whispers of The Mountain), দুপুর দেড়টায় ‘হোয়াইট স্নো’ আর বিকেল ৪টেয় রয়েছে ‘যোজনগন্ধা’। বিকেল ৫টায় নন্দন ৩-তে শর্টফিল্ম ‘দ্য এলিফেন্ট হেভেন’ এবং ‘যাত্রা পালা, দ্য ইকোস অফ অ্যান ওপেন স্টেজ’ দেখার সুযোগ থাকছে। এদিন সন্ধ্যায় শিশির মঞ্চে প্রদর্শিত হবে ‘রিভারবেড অফ ড্রায়েড পেটালস’ । এছাড়াও থাকছে ‘দ্য সাইলেন্ট পারফর্মার’ (The Silent Performar ), ‘অপার্থিব’ শর্টফিল্ম। চলতি বছর বেঙ্গলি প্যানোরমা বিভাগে বেশ কয়েকটি চমকপ্রদ সিনেমা এসেছে। আজ প্রদর্শিত হবে চন্দ্রাশিস রায় পরিচালিত ‘পড়শি’। তাই সকাল সকাল সাজিয়ে নিন আজ সারাদিন চলচ্চিত্র উৎসবে কোন কোন ছবি দেখবেন।

spot_img

Related articles

মুজিবের বাড়ির উপর ISIS পতাকা! সাংবাদিকদের রক্ষার বার্তা রাষ্ট্রসঙ্ঘের

একের পর এক সংবাদপত্রের দফতরে আগুন। সাংবাদিক হত্যা। বাংলাদেশে বাক-স্বাধীনতার নিকৃষ্টতম নজির রচিত হয়েছে বৃহস্পতিবার রাতে। এবার বাংলাদেশ...

বাংলায় হিংসা ছড়াচ্ছে অমিত মালব্য: পুলিশের দ্বারস্থ তৃণমূল

প্রতিবেশী দেশ বাংলাদেশে কোনও রকম অশান্তি হলে তার আঁচ সবার আগে পড়ে বাংলায়। সেই পরিস্থিতিতে বৃহস্পতিবার রাত থেকে...

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ, ভারতীয় সংস্কৃতিতে মজে অলিম্পিক্স পদকজয়ী দৌড়বিদ

শীতের শহরে ম্যারাথনের উত্তাপ। রবিবার ভোরে কলকাতার রাজপথে ম্যারাথনে (World 25K Kolkata)অংশ নেবেন বিশ্বের খ্যতনামা রানাররা। ইতিমধ্যেই শহরে...

হার্দিক-বরুণের দাপটে স্বস্তির জয়, চিন্তা বজায় রাখলেন সূর্য

শনিবার টি২০  বিশ্বকাপের(T20 World Cup) দল ঘোষণা। তার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০(T20) সিরিজ জিতল টিম ইন্ডিয়া। আহমেদাবাদে...