Tuesday, December 2, 2025

ধর্মেন্দ্র প্রয়াত! সকাল থেকে মৃত্যুর খবরে ধন্দ, ‘মিথ্যা’ দাবি ইশা দেওলের

Date:

Share post:

গুরুতর অসুস্থ ছিলেন। সোমবার তাঁকে ভেন্টিলেশনেও দেওয়া হয়েছিল। চোখের জল ফেলে হাসপাতালে বাবাকে দেখতে এসেছিলেন সানি দেওল (Sunny Deol)। তবে মঙ্গলবার সকাল থেকে অভিনেতা ধর্মেন্দ্রর (Dharmendra) মৃত্যুর যে খবর ছড়িয়ে পড়ে, তা ভুল বলে দাবি করেন তাঁর কন্যা অভিনেত্রী ইশা দেওল (Esha Deol)। অন্যদিকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ধর্মেন্দ্রর প্রয়াণে যে শোকবার্তা জানিয়েছিলেন, তা মুছে ফেলা হয় সোশ্যাল মিডিয়া থেকে।

মঙ্গলবার সকাল থেকে বলিউডের (Bollywood) হিম্যান (He-Man) ধর্মেন্দ্রর মৃত্যু সংবাদ নিয়ে তোলপাড় সংবাদ মাধ্যমে। একাধিক সংবাদ মাধ্যম জানায় সোমবার মধ্যরাতে প্রয়াত হয়েছেন ধর্মেন্দ্র। প্রতিরক্ষা মন্ত্রী (Defense Minister) রাজনাথ সিং তা জানিয়ে একটি শোকবার্তা পেশ করেন সোশ্যাল মিডিয়ায়।

তবে এই ভুল ভাঙিয়ে দেন ধর্মেন্দ্রর কন্যা ইশা (Esha Deol)। বেলা বাড়তেই নিজের সোশ্যাল মিডিয়ায় একটি বার্তা দিয়ে তিনি জানান, সংবাদ মাধ্যমে ভুল খবর প্রচারিত হচ্ছে। আমার বাবা স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। পরিবারকে গোপনীয়তা রক্ষার অধিকার দেওয়ার প্রার্থনা করি সকলকে। বাবার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করার জন্য সকলকে ধন্যবাদ।

আরও পড়ুন: ধর্মেন্দ্রর অবস্থার অবনতি, রাতেই হাসপাতালে ছুটলেন শাহরুখ-সলমন

প্রখ্যাত মানুষের মৃত্যু নিয়ে ভুলবার্তা প্রচার এই প্রথম নয়। সম্প্রতি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের (Amartya Sen) ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। তাঁর মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর তাঁর কন্যা নন্দনা দেবসেন সেই বিষয়টি পরিষ্কার করেছিলেন। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ৯২ বছরের নোবেলজয়ী ভালো আছেন। একই ঘটনা ফের এবার বলিউড অভিনেতা তথা বিকানেরের প্রাক্তন সাংসদ ধর্মেন্দ্রর ক্ষেত্রেও হল।

এই সংবাদ ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী সাংসদ তথা ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী। তিনি দাবি করেন, তিনি দাবি করেন ধর্মেন্দ্র চিকিৎসায় সাড়া দিচ্ছেন ও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তাঁকে নিয়ে এই ধরনের ভুল খবর ছড়িয়ে পড়া অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন। পরিবারকে সম্মান দেওয়ার আবেদন জানান তিনি।

spot_img

Related articles

সুড়ঙ্গে থমকে গেল চেন্নাই মেট্রোর চাকা, আতঙ্ক ছড়ালো যাত্রীদের মধ্যে

মঙ্গলবার সাতসকালে চেন্নাই মেট্রোয় (Chennai Metro) বিভ্রাট। সুড়ঙ্গে হঠাৎ থমকে গেল ব্লু লাইন মেট্রোর চাকা। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন...

বোমাতঙ্কের জেরে হায়দরাবাদগামী বিমানের জরুরি অবতরণ মুম্বইয়ে

সাতসকালে বিমানে বোমাতঙ্ক (Bomb Threat), চেন্নাই বিমানবন্দর বিস্ফোরণের কায়দায় ইন্ডিগো বিমান (Indigo Flight) উড়িয়ে দেওয়ার হুমকি পেতেই তড়িঘড়ি...

নাগা স্মৃতি ভুলে রাজ-পত্নী সামান্থা! অভিনেত্রীর বিয়ের চর্চার শিরোনামে ‘ঐতিহাসিক’ আংটি

নাগা চৈতন্যর (Naga Chaitanya) সঙ্গে সম্পর্ক অনেক আগেই শেষ হয়ে গেছিল, কিন্তু দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ...

হরমনপ্রীতকে ছাড়াই যাদবপুরে সমাবর্তন, নতুন আয়োজনের ভাবনা বিশ্ববিদ্যালয়ের 

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনে বড় পরিবর্তন। ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌরকে বিশেষ ডিগ্রি প্রদান করার পরিকল্পনা...