Wednesday, December 24, 2025

সরকারি প্রকল্পে স্বচ্ছতা বাড়াতে চালু হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা! নির্দেশিকা জারি নবান্নের 

Date:

Share post:

সরকারি প্রকল্পের বাস্তবায়ন ও তদারকিতে আরও স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। নবান্নের নির্দেশে এবার থেকে রাজ্যের সমস্ত সরকারি নির্মাণ প্রকল্পে যুক্ত হচ্ছে জিও ট্যাগিং ব্যবস্থা। সম্প্রতি অর্থ দফতরের তরফে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। প্রশাসনিক মহলে মনে করা হচ্ছে, এই প্রযুক্তি যুক্ত হওয়ায় প্রকল্প বাস্তবায়নের প্রতিটি ধাপের কাজের উপর সরাসরি ও নির্ভুল নজরদারি সম্ভব হবে।

এর আগে সরকারি প্রকল্পগুলির অগ্রগতি পর্যবেক্ষণের জন্য চালু হয়েছিল ইউনিফায়েড প্রোজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম (UPMS)। অর্থ দফতরের তৈরি সেই বিশেষ পোর্টালে রাজ্যের সব দফতরকে তাদের নির্মীয়মাণ প্রকল্পের তথ্য নথিভুক্ত করতে হয়। প্রকল্পের সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত রিয়্যাল-টাইম আপডেট দেখা যায় নবান্ন থেকে। এবার সেই পর্যবেক্ষণ আরও নিখুঁত করতে যুক্ত হল জিও ট্যাগিং প্রযুক্তি।

জানা গিয়েছে, এই প্রযুক্তির মাধ্যমে প্রকল্পের ছবি বা ভিডিও ক্লিপে স্বয়ংক্রিয়ভাবে স্থানাঙ্ক, সময় ও তারিখ যুক্ত থাকবে। ফলে প্রকল্পের আসল স্থানের সঙ্গে জমা দেওয়া ছবি বা ভিডিওর মিল সহজেই যাচাই করা যাবে। এর ফলে কোনও প্রকল্পের অগ্রগতির তথ্য অনলাইনে যেমন দেখা যাবে, তেমনই তার বাস্তব অবস্থাও নিশ্চিতভাবে খতিয়ে দেখা সম্ভব হবে।

অর্থ দফতর সূত্রে খবর, জিও ট্যাগিংয়ের মূল লক্ষ্য রাজ্যের উন্নয়ন প্রকল্পে আরও স্বচ্ছতা ও দায়বদ্ধতা আনা। কোনও দফতর যাতে কাজ না করে বরাদ্দ অর্থ ফেলে না রাখে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। কারণ, নির্ধারিত সময়ের মধ্যে কাজের অগ্রগতি না হলে অর্থ দফতর সেই প্রকল্পের বরাদ্দ অর্থ ফেরত নিয়ে নেয়। রাজ্যের এক প্রশাসনিক কর্তা বলেন, “এই প্রযুক্তি ব্যবস্থার মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের প্রতিটি স্তরে নজরদারি আরও সহজ ও কার্যকর হবে। এতে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে।”

আরও পড়ুন- মুখ্যমন্ত্রীকে কটূক্তি! ‘নারীবিদ্বেষী’ শান্তনু ঠাকুরের ইস্তফার দাবি তৃণমূলের

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

শালবনিতে ১৬০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, হুগলিতে ওয়্যারহাউস! সিদ্ধান্ত মন্ত্রিসভার 

কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি শিল্প পরিকাঠামো বৃদ্ধি করতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভার বৈঠকে দুইটি গুরুত্বপূর্ণ প্রকল্পে...

ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠন, সিদ্ধান্ত মন্ত্রিসভায়

রাজ্য সরকার এবার সচিবালয়ের কর্মীদের মতোই ডিরেক্টরেট স্তরের কর্মীদের জন্য কমন ক্যাডার গঠনের সিদ্ধান্ত নিয়েছে। নবান্ন সূত্রে জানা...

পর্যটন মরশুমে নিয়মে বদল! বড়দিন ও নববর্ষে খোলা থাকবে ডুয়ার্সের জঙ্গল 

পর্যটকদের কথা মাথায় রেখে ভরা পর্যটন মরশুমে বড় সিদ্ধান্ত নিল বনদফতর। জঙ্গল সাফারির সাপ্তাহিক রুটিনে সাময়িক পরিবর্তন এনে...

গান্ধীর নাম বাদের প্রতিবাদে কংগ্রেসের মিছিল ঘিরে অশান্তি

দিন কয়েক আগেই বিরোধীদের প্রবল বিক্ষোভ সত্ত্বেও মনরেগার (MGNREGA) পরিবর্তে জি রাম জি বিল পাশ করিয়েছে মোদি সরকার...