Sunday, November 16, 2025

নেতৃত্ব দিতে অপারগ! রাঘোপুর ধরে রাখলেও অনুকরণ রাজনীতি নিয়ে ডুবলেন তেজস্বী

Date:

বিধানসভা নির্বাচনে প্রায় এক তৃতীয়াংশ আসন হারালো লালু প্রসাদের আরজেডি। নির্বাচনের ফলাফল আরজেডির মনোবল ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট। নির্বাচনের আগে থেকে যে দলটি ভাঙতে শুরু করেছিল, কার্যত সেই কফিনে পেরেক পোঁতা হল নির্বাচনের ফলাফলে (Bihar election result)। একদিকে নিজের দলের মনই বুঝতে অক্ষম তেজস্বী যাদব (Tajashwi Yadav), জোটকেও (Mahagatbandhan) যে নেতৃত্ব দিতে অক্ষম, তা বুঝেই কী বিহার প্রত্যাখ্যান করল আরজেডিকে (RJD)? প্রশ্ন রাজনৈতিক মহলে। জোট থেকে প্রার্থী নির্বাচন, ভোটের নীতি থেকে রাজ্যের মানুষকে পথ দেখানোর কাজ – কোনওটাই তেজস্বীর থেকে পায়নি বিহার (Bihar), কার্যত প্রমাণিত।

বিহারের রাঘোপুর (Raghopur) আরজেডির আঁতুরঘর হিসাবেই পরিচিত। ১৯৯৮ সাল থেকে রাঘোপুর আরজেডির দখলে। মাঝে ২০১০-১৫ সালে জেডিইউ এই আসন দখল করলেও সেখান থেকে পরিস্থিতি আরজেডির অনুকূলে আনেন লালুপুত্র তেজস্বীই। পরপর দুবারের সেখানকার বিধায়ক তিনি। অথচ ২০২৫ নির্বাচনে সেই রাঘোপুর থেকে তেজস্বীর জয়ও সহজ হল না। দিনভর কখনও এগিয়ে কখনও পিছিয়ে থেকে শেষ পর্যন্ত মাত্র ১৪,৫৩২ ভোটে জেতেন তেজস্বী। বিজেপির (BJP) সতীশ কুমারকে কোনওক্রমে পরাজিত করেন তিনি।

আদতে হার বাঁচিয়ে তেজস্বীর এই জয় আরজেডি-র পতনের প্রতিচ্ছবি, বিশ্বাস রাজনীতিকদের। যে তেজস্বীকে মুখ্যমন্ত্রী মুখ (Chief Minister face) করে মহাজোট ভোটের লড়াইতে নেমেছিল, তা যে কতটা অবিবেচকের মতো ছিল, তা প্রমাণিত হল নির্বাচনের ফলাফলে। তেজস্বী নিজের দলের নেতাদের উপরই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, যা প্রার্থী ঘোষণার দিন প্রমাণিত হয়েছিল। প্রার্থী না হতে পেরে প্রবীন নেতা-কর্মীরা দলের গায়ে কালি ছিটিয়েছিলেন। অনেকে দলের বিরুদ্ধে লড়াইও করেছিলেন নির্দল হিসাবে।

বিহার নির্বাচন মহাজোটের কাছে একটি বড় পরীক্ষা ছিল। এর আগে হরিয়ানা, মহারাষ্ট্রে জোটের নেতৃত্ব দিয়ে ব্যর্থ প্রমাণিত হয়েছিল কংগ্রেসের নেতৃত্ব। সেই ব্যর্থতা থেকে যে তেজস্বী শিক্ষা নেননি তা প্রমাণিত বিহার নির্বাচনে। একদিকে অন্তত পাঁচটি আসনে আরজেডি (RJD) ও কংগ্রেস (Congress) পরস্পরের বিরুদ্ধে লড়াই করেছে। অন্যদিকে কংগ্রেসের সঙ্গে জোর করে আপসে যে আরজেডি নেতা কর্মীরা খুশি ছিলেন না তা কংগ্রেসের ফলাফলে প্রমাণিত। জোটের পক্ষে তাঁরা কতটা কাজ করেছেন, তা নিয়েই উঠছে প্রশ্ন।

কার্যত একই কারণে আরজেডি-র নিজের আসনগুলিতেও দলের কর্মীরা দলের পাশে থাকেননি, এমনটাও বিশ্বাস রাজনীতিকদের। আদতে কংগ্রেসের হাত ধরা শুধুমাত্র যে বিহারের বাসিন্দাদের, ভোটারদের না-পসন্দ হয়েছে, তা নয়। আরজেডি কর্মীরাও তা পছন্দ করেননি, এমনটাও ভোটের ফলে প্রমাণিত। অথচ নিজের দলের নেতা কর্মীদের এই মানসিকতা কী বুঝতে পারেননি তেজস্বী, উঠেছে প্রশ্ন।

আরও পড়ুন: মমতার পথে হেঁটেই নীতীশের জয়! কী বলছে রাজনৈতিক মহল

অন্যদিকে বিহারকে নতুন পথ দেখাতে চাওয়া তেজস্বী আদতে যে বিজেপি ও নীতীশ কুমারের (Nitish Kumar) জেডিইউ-কে (JDU) অনুকরণ করছিলেন, তা স্পষ্ট হয়েছিল ভোট প্রচারে। আরজেডি বা বিজেপি ভোট প্রচারে যেমন প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন, তাকে অনুকরণ করে একধাপ এগিয়ে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছেন তেজস্বী। কিন্তু কীভাবে সেই প্রতিশ্রুতি পূরণ, সেই প্রশ্নের কোনও ব্যাখ্যা দিতে পারেননি তেজস্বী।

অন্যদিকে বারবার ভোট প্রচারে এনডিএ জোট আরজেডি জমানার জঙ্গল-রাজের অভিযোগ তুলেছে। কিন্তু তার কোনও পাল্টা জবাব দিতে পারেননি তেজস্বী। কীভাবে বিহারে সুশাসন প্রতিষ্ঠা, তা স্পষ্ট করতে পারেননি তেজস্বী। নীতীশ কুমারের আমলে বিহারে দুষ্কৃতীমূলক কাজ বেড়েছে ৮০ শতাংশ। তা সত্ত্বেও সেই ইস্যুকে হাতিয়ার তো করতেই পারেননি তেজস্বী। উপরন্তু লালু প্রসাদের আমলে যে অরাজকতার অভিযোগের তীরে তাঁর দল বিদ্ধ হয়েছে, তা থেকেও পথ দেখাতে ব্যর্থ হয়েছেন লালুপুত্র তেজস্বী যাদব।

Related articles

২৪ ঘণ্টা পার: উত্তরপ্রদেশে পাথরখনি ধসে আটকে ১৫ শ্রমিক! মৃত ২

নিয়ম না মেনে খনিতে বিস্ফোরণ ঘটানো। তার জেরে বড় সড় ধস উত্তরপ্রদেশের শোনভদ্রের পাথর খনিতে (stone quarry)। শুক্রবার...

লালকেল্লার কাছে বিস্ফোরণস্থলে সেনা কার্তুজ উদ্ধার! উৎস নিয়ে বাড়ছে ধোঁয়াশা 

দিল্লির লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনায় (Car blast near Red fort) এবার এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। রবিবার...

বিহারে হঠাৎ বাড়ল ৩ লক্ষ ভোটার! কমিশনের তথ্যেই কারচুপি প্রমাণিত

বিহার নির্বাচনে বিজেপির অস্ত্র নির্বাচন কমিশন। বারবার নির্বাচনের আগে বিরোধী দলগুলি সেই অভিযোগেই সরব ছিল। বিহারে এসআইআর (Bihar...

বাংলাদেশের জেলে কাকদ্বীপের মৎস্যজীবীর রহস্যমৃত্যু, পরিকল্পনা করে খুন! অভিযোগ পরিবারের

'ভুলবশত' বাংলাদেশের আন্তর্জাতিক জলসীমা (Bangladesh water border) অতিক্রম করে প্রতিবেশী রাষ্ট্রে ঢুকে পড়েছিল কাকদ্বীপের মৎস্যজীবী। ৩২ বছরের বাবলু...
Exit mobile version