Sunday, November 16, 2025

লাল বলেও ভালোবাসা, বঞ্চনার মধ্যেই টেস্টের মরা গাঙে ইডেনে জোয়ার

Date:

Share post:

বর্তমানে আইপিএল-টি২০ ক্রিকেটের দাপটে উপমহাদেশে ক্রমশ কোণঠাসা টেস্ট ক্রিকেট।কিন্তু কলকাতা বুঝিয়ে দিল ক্রিকেটের সাবেকিয়ানা এখনও বিলুপ্ত হয়ে যায়নি। কয়েক সপ্তাহ আগেই আহমেদাবাদ-দিল্লির ফাঁকা গ্যালারির চিত্র ছিল উদ্বেগ জনক। কিন্তু টেস্টের প্রথম দিনেই ইডেন(Eden) বুঝিয়ে দিল কলকাতা আছে কলকাতাতেই।

শুক্রবার কাজের দিনেও সকাল থেকে ইডেনমুখী(Eden) জনতার ঢল দেখা গিয়েছিল। সকাল সকাল মেট্রো, লোকাল ট্রেনে চেপে অনেকে এসেছেন কলকাতায়। দলে দলে মাঠ ভরিয়েছেন তাঁরা। অনেকের গায়ে ছিল ভারতীয় দলের জার্সি।সিএবি কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারত ও দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিন গ্যালারিতে উপস্থিত ৩৫০২২ দর্শক।

টেস্ট ক্রিকেটের উন্মাদনা ভারতে যে এরকম হতে পারে, তা ইডেন না দেখলে বিশ্বাস করা যায় না। একেবারে হাউসফুল গ্যালারি বলা চলে। মধ্যাহ্নভোজনের পর তো গ্যালারির কোথাও সেভাবে ফাঁকা দেখাই গেল না। টেস্ট ক্রিকেটেও ইডেনের গ্যালারি যেন টি২০ মেজাজ দেখাল। বুমরাহ, সিরিজ, কুলদীপদের জন্য দর্শকদের চিৎকার আর চেনা মেক্সিকান ওয়েভ।

খেলা শুরুর কিছু ক্ষণ পর দেখা গেল, লোয়ার ও মিডল টায়ার প্রায় ভর্তি। আপার টায়ার অবশ্য তুলনায় ফাঁকা ছিল।কিন্ত সময় যত এগোলো ততই ইডেনের সেই চেনা চিত্র ফিরে এল। সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও খেলার আমেজ নিলেন  লোয়ার টিয়ারে  বসে।বলে দিলেন, এত দর্শক এসেছে  দেখে ভালো লাগছে। এখনও টেস্টের প্রতি  মানুষের আর্কষণ আছে।

ইডেনে নিরাপত্তার কঠোরতাও ছিল বেশি। গ্যালারিতে পুলিশ মিশে থাকলেন  সাধারণ দর্শকদের সঙ্গে।প্রত্যেক ব্লকে উচ্চপদস্থ পুলিশ। গোষ্ঠ পাল সরণীতে ত্রি স্তরীয় নিরাপত্তা বলয়। ইডেন কার্যত দুর্গ। উইকএন্ডে হাউস ফুল ইডেনের অপেক্ষায় সিএবি। টসেও চমক দিয়েছে সিএবি।সোনার যে বিশেষ কয়েন দিয়ে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্টে তাদে একদিকে লেখা রয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। বিসিআইয়ের লোগো ও হেটড লেখা।

শেষ ১২ বছরে মাত্র চারটি টেস্ট হল এখানে।প্রশ্ন উঠছে  এমন ভেন্যু কেন টেস্ট আয়োজনে উপেক্ষিত থাকে, আর কত বঞ্চনা সইতে হবে বাংলাকে।

spot_img

Related articles

পিচ বিতর্কে ইতি টানলেন গম্ভীর, হারের জন্য কোচের কাঠগড়ায় পন্থ-যশস্বীরাই

টেস্ট ক্রিকেটে ভারতের গম্ভীর সমস্যা অব্যাহত! ইডেন গার্ডেন্সে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৩০ রানে পরাজিত ভারত। কলকাতায় আসার পর...

ভিনগ্রহীদের খোঁজে সৌরজগতের সীমান্তে পাঠানো ভয়েজারের আয়ু শেষ! এরপর…

মহাকাশের বুকে ভেসে বেড়াচ্ছে মানুষের পাঠানো মহাকাশ-দূত, দেখা মিলল কি 'তাদের'! এক, দুই, তিন, চার করতে করতে প্রায়...

রামমোহনকে অপমান! নজিরবিহীন পদক্ষেপ দাবি বিজেপির শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে

বাংলায় তথা ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে যে মনীষীদের পথিকৃৎ হিসাবে দেখা হয়, তার প্রথম সারিতে নাম থাকে বাংলার...

গিলকে নিয়ে মাঠের বাইরে সংঘাত, কেমন আছেন ভারত অধিনায়ক?

পছন্দের পিচ বানিয়েও ইডেনে বুমেরাং হয়েছে ভারতের। হারের হতাশার মধ্যেই একরাশ আতঙ্ক ভারতীয় শিবিরে। কারণ দলের অধিনায়ক শুভমান...