Thursday, December 25, 2025

কোন মন্ত্রে বোলিংয়ে দাপট? ‘ফাইভস্টার’ বুমরাহের উত্তর অনুপ্রাণিত করবে আপনাকেও

Date:

Share post:

অস্ট্রেলিয়া সফরের পর থেকেই জসপ্রীত বুমরাহের (Jaspreet Bumrah )ওয়ার্কলোড নিয়ে অনেক কথা হতে শুরু করে।ইংল্যান্ড সফরে সব ম্যাচ খেলতে পারেননি। কিন্তু শরীর সঙ্গ দিলে দেশ কিনবা বিদেশ বুমরাহ কতটা ভয়ঙ্কর হতে পারেন সেটা বুঝিয়ে দিলেন ইডেনে। কোন মন্ত্রে আসে এমন সাফল্য? সাংবাদিকঠাসা  ক্লাব হাউসের মিডিয়া সেন্টারে  বসে সেই রহস্যের পর্দা ফাঁস করলেন বুম বুম বুমরাহ।

বুমরাহ(Jaspreet Bumrah ) প্রথম  দিনে ১৪ ওভার বল করে ২৭ রান খরচ করে নিলেন ৫ উইকেট। ভারতের মাটিতে টেস্টে তৃতীয় পাঁচ উইকেট। মোট ১৬ বার ৫ উইকেট নিলেন টেস্টে। ভারতীয়দের মধ্যে আছেন দ্বিতীয় স্থানে।শীর্ষে কপিল(২৩বার)।

দিনের শেষে সাংবাদিক সম্মেলনে বুমরাহ বলেন, “ইডেনের উইকেই থেকে সাহায্য পাই। সব সময় ভালো লাগে উইকেট পেলে।কিন্তু এই টেস্টে এখনও কাজ শেষ হয়নি দলের প্রয়োজন অনুসারে বল করতে পারলে।  আমি সব সময় খেলতে  চাই আমার শরীর পারমিট করলে।  আমি সব ফরম্যাটে খেলতে চাই সেরা টা দিতে  চাই।”

কীভাবে এমন সাফল্য পান,বুমরাহের ছোট্ট উত্তর ধৈর্য। তারপর থেমে বলেন, “টেস্টে ক্রিকেটে প্রথম শিখতে হয় ধৈর্য,  এখানে আউট ফিল্ড ফাস্ট।  টেস্টে সব জায়গায় কিন্তু ধৈর্য বজায় রাখতে হয়। খুব কম হয় যেখানে মাত্র ৪,৫ ওভারে উইকেট পাই। বাকি সময় আমাদের উইকেট পেতে সময় লাগে।”

এর পাশাপাশি বলেন, “প্রথম ওভারে বোলিং বিভিন্ন রকম হচ্ছিল কারন বল শক্ত ছিল এরপর বল নরম হওয়ার পর থেকে নিয়ন্ত্রণ করতে শুরু করি।বোলিং আমাদের কম্বিনেশনের উপর।  অনেক সময় আমার ভালো হয়। তাই অতিরিক্ত তিন চার ওভার করে দি।”

পিচে অসমান বাউন্স নিয়ে বুমরাহ বলেন, “এটাই টেস্ট ক্রিকেটের চ্যালেঞ্জ। দক্ষিণ আফ্রিকা তে 5 সেশনে ম্যাচ শেষ হয়। ইংল্যান্ডে ভিন্ন পরিবেশ এ খেলা হয়। আমাদের এটা মানিয়ে নিতে হয়। উইকেট অনুসারে রিভাস সুইং করি।”

এদিকে, প্রথম দিনের শেষে চালকের আসনে ভারত। দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৭ রান তুলল ভারত। ১২২ রানে পিছিয়ে গিলরা। প্রথম দিনের শেষে কেএল রাহুল ১৩ এবং ওয়াশিংটন সুন্দর ৬ রানে অপরাজিত রয়েছেন। সপ্তম ওভারে ওপেনার যশস্বী জয়সওয়ালকে (১২) ফিরিয়ে দেন জেনসন। দ্বিতীয় দিনের সকালটা একটু সামলে দিতে পারলে বড় রান তোলা ভারতের পক্ষে খুব একটা কঠিন হবে না। সেক্ষেত্রে বড় রান তুলে গিলরা ইনিংসে জয়ের লক্ষ্যেও ঝাঁপালে অবাক হওয়ার কিছু থাকবে না।

তবে সাফল্যের দিনে বিতর্কেও জরালেন। তাঁর বলে বাভুমার এলবিডাব্লু-র আবেদন খারিজ করেন আম্পায়ার। ভারতীয় তারকা পেসার তাঁর সতীর্থদের সঙ্গে ডিআরএস নেবেন কিনা এই  বিষয়ে আলোচনা করছিলেন৷ তখনই উইকেটরক্ষক ঋষভ পন্থের সঙ্গে কথা বলার সময় বাভুমাকে ‘বওনা’ (বামন) বলে সম্বোধন করেন। যা নিয়ে সমাজ মাধ্যমে তীব্র বিতর্ক।

spot_img

Related articles

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...