Sunday, November 16, 2025

প্রথম স্ত্রীর মৃত্যুর ৭ মাসের মধ্যে ফের বিয়ের পিড়িতে জন বার্লা

Date:

প্রথম স্ত্রীর মৃত্যুর সাত মাসের মধ্যে ফের দ্বিতীয় বিয়ে জন বার্লার (John Barla)। মাত্র সাত মাস আগে ২৩ এপ্রিল প্রয়াত হন জন বার্লার স্ত্রী মহিমা বার্লা (Mahima Barla)। স্ত্রীকে হারানোর পর থেকে সংসার নিয়ে ব্যতিব্যস্ত ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী। অবশেষে পরিবারের সম্মতিতে নতুন করে সংসার শুরু করলেন তিনি।

গত ১১ নভেম্বর আইনি বিয়ে হলেও এবার হল সামাজিক বিয়ে। জন বার্লার (John Barla) নতুন স্ত্রী মঞ্জু তিরকে দলগাঁও চাবাগানের দলমণি ডিভিশনের বাসিন্দা এবং পেশায় ডিমডিমার সেন্ট মারিয়া গরেতি ডিমডিমা গার্লস হাই স্কুলের শিক্ষিকা (Teacher)। বিয়ের প্রসঙ্গ উঠতেই বার্লা জানিয়ে দেন গোটা পরিবার নিঃসঙ্গতায় ভুগছিল, সঙ্গে তিনিও। বাড়ির সব দায়িত্ব সামলাতে সমস্যা হচ্ছিল। দুই পরিবারের সম্মতিতে অবশেষে তাঁরা বিয়ে করেছেন। এই নতুন অধ্যায়কে ঘিরে পরিবারে স্বস্তি অনেকটাই ফিরেছে।

জন বার্লার দ্বিতীয় বিয়েতে রাজনৈতিক মহলও তাঁকে শুভেচ্ছা জানিয়েছে। আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের (TMC) সভাপতি প্রকাশ চিক বরাইক জানান, ”শুনেছি উনি বিয়ে করেছেন। নতুন জীবনের জন্য শুভেচ্ছা। এটা একান্তই তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত।” নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন আলিপুরদুয়ারের বর্তমান সাংসদ মনোজ টিগগাও। ডুয়ার্স রাজনীতিতে জন বার্লা ২০১৯ সালে বিজেপির টিকিটে আলিপুরদুয়ার থেকে জিতে সাংসদ হন। তিনি চা বাগানের শ্রমিক আন্দোলনের মুখ ছিলেন তবে পরে কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালে বিজেপির (BJP) সঙ্গে দূরত্ব তৈরি হয় তাঁর এবং তিনি যোগ দেন তৃণমূলে (TMC)।

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version