Friday, January 16, 2026

দুর্নীতি নিয়ে মুখ খুলতেই দল বিরোধী! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীসহ তিনজনকে সাসপেন্ড বিজেপির

Date:

Share post:

বিজেপির তোষণের রাজনীতির সমালোচনা করলেই যে তিনি দলবিরোধী হবেন, দল হিসাবে এটাই বিজেপির নীতি। যা বারাবার প্রকাশ্যে এসেছে। বিহার নির্বাচনের ফলাফল প্রকাশের চব্বিশ ঘণ্টার মধ্য়েই সেই নীতির কারণে ভাঙন বিজেপিতেই। দল থেকে সাসপেন্ড (suspend) করা হল তিনজনকে। যাঁদের মধ্যে একজন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী (former central minister)। দ্বিতীয় জন বিহারের মন্ত্রী (MIC)। ও তৃতীয়জন রীতিমত কর্পোরেশনের মেয়র (Mayor)। বিজেপি যে স্বৈরাচারী, তা বিরোধীরা বাববর প্রমাণ করে এসেছে। বিহার নির্বাচনের পরে যেখানে বিজেপির নেতা কর্মীদের আনন্দ উৎসবে মেতে থাকার কথা, সেখানে দলের ভিতরেই কোন্দলে সাসপেনশনের গেরো।

বিহারে বিজেপির স্বজনপোষণের জন্য জায়গা করে নিচ্ছে আদানি গোষ্ঠীর (Adani Group) বিদ্যুৎ সরবরাহ সংস্থা। প্রাক্তন কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং (R K Singh) তাই নিয়েই অভিযোগ তুলেছিলেন। তিনি দাবি করেছিলেন বেশি দাম দিয়ে বিহারে (Bihar) আদানিকে বিদ্যুৎ সরবরাহের দায়িত্ব দেওয়া আদতে কোটি কোটি টাকার দুর্নীতি (scam)। এই প্রশ্নে তোলায় আর কে সিংকে ছয় বছরের জন্য সাসপেন্ড (suspend) করে বিজেপি। আবার প্রশ্ন করা হয়, তিনি যেন এক সপ্তাহের মধ্যে জবাব দেন, কেন তাঁকে সাসপেন্ড করা হবে না।

আরও পড়ুন: বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

পাশাপাশি বিজেপির ভাঙন স্পষ্ট হয়েছে বিহারের বিজেপির মন্ত্রী অশোক কুমার আগরওয়াল ও তাঁর স্ত্রীর তথা কাটিহারের মেয়র ঊষা আগরওয়ালের ক্ষেত্রে। তাঁদেরই ছেলে সৌরভ আগরওয়াল যোগ দিয়েছেন বিকাশশীল ইনসান পার্টিতে (VIP)। চলতি বিধানসভা নির্বাচনে কাটিহার (Katihar) কেন্দ্র থেকে তিনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধেই লড়াই করেন। সেখানেই আবার প্রচারে অংশ নেন মন্ত্রী অশোক আগরওয়াল ও মেয়র ঊষা আগরওয়াল। তাঁদের কাজকর্ম চূড়ান্ত দলবিরোধী (anti-party) বলেই দাবি করে তাঁদেরও সাসপেন্ড করা হয়।

তবে বিজেপির সাসপেনশনের চিঠি আসার পর একটুও দেরি করেননি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী আর কে সিং। দ্রুত নিজের ইস্তফা পত্র (resignation) পাঠিয়ে দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে (J P Nadda)। তিনি প্রশ্ন তোলেন, তাঁকে কেন সাসপেন্ড করা হবে না, তা জানিয়ে উত্তর ব্যাখ্যা করতে বলা হয়। কিন্তু তাঁকে কেন সাসপেন্ড করা হয়েছে তা উল্লেখ করা নেই সাসপেনশনের চিঠিতে। সেক্ষেত্রে তাঁর অনুমান, দলের তরফ থেকে দাগী আসামীদের টিকিট দেওয়ার প্রতিবাদ করায় তাঁকে সাসপেন্ড করা হয়েছে। তাই তিনি নিজের দলত্যাগের চিঠি পাঠাতেও এতটুকু দেরি করলেন না।

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...