বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল ইস্যু। ভোটাধিকার যাত্রায় বিপুল জনসমর্থনের পরেও নির্বাচনের ফলাফলে ব্যাপক ভরাডুবি মহাজোটের (Mahagatbandhan)! নির্বাচনের ফলাফলের পরে কমিশনের কারচুপিকেই দায়ী করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তবে যেভাবে ভোটের আগে উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছেন নীতীশ কুমার (Nitish Kumar), তাতে কংগ্রেসের জাত পাতের রাজনীতিকে কাঠগড়ায় তুলছেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)।

ভোট চুরির বিরুদ্ধে সাওয়াল করেই নির্বাচনের ঘুঁটি সাজিয়েছিল মহাজোট। ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াকে সাংবিধানিক অধিকার হরণ বলে তুলে ধরা হয় কংগ্রেস ও আরজেডির তরফ থেকে। নির্বাচনের ফলাফলের পর প্রমাণিত হয়, মহাজোটের এই ইস্যু ধোপে টেকেনি। যদিও ফলাফলের পরেও কংগ্রেস (Congress) কমিশনের ভোট চুরির তত্ত্বেই অনড়।

এক্ষেত্রে কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। সাংসদ অখিলেশ যাদব দাবি করেন, যেভাবে বিহারে এসআইআর-এর (SIR) খেলা হয়েছে তা বাংলা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ বা অন্য জায়গায় আর হতে পারবে না। কারণ ভোট চুরির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। ভবিষ্যতে আমরা ওদের এই খেলা আর চলতে দেবো না। সিসিটিভির মত আমাদের পিডিএফ প্রহরী বা পিপিটিভি সজাগ থেকে বিজেপির উদ্দেশ্যকে ব্যর্থ করবে।

बिहार में जो खेल SIR ने किया है वो प. बंगाल, तमिलनाडू, यूपी और बाक़ी जगह पर अब नहीं हो पायेगा क्योंकि इस चुनावी साज़िश का अब भंडाफोड़ हो चुका है। अब आगे हम ये खेल, इनको नहीं खेलने देंगे।CCTV की तरह हमारा ‘PPTV’ मतलब ‘पीडीए प्रहरी’ चौकन्ना रहकर भाजपाई मंसूबों को नाकाम करेगा।…
— Akhilesh Yadav (@yadavakhilesh) November 14, 2025
তবে বিহার নির্বাচনের ফলাফলের পর আত্মসমীক্ষায় জোর দিচ্ছেন ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্সের (NC) নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি প্রশ্ন তোলেন, ভোটাধিকার যাত্রায় প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন। এরপরে কংগ্রেস (Congress) জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তার জন্যই হয়তো আসন বন্টনে এত সমস্যা তৈরি হয়ে যায়।

আরও পড়ুন: বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

কার্যত কংগ্রেসের আসন বন্টনের পাশাপাশি জাতপাতের রাজনীতির সঙ্গে যে সহমত নন তা স্পষ্ট করে দিয়েছেন ওমর আবদুল্লাহ। আসন বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কংগ্রেসের জাত পাতের রাজনীতিরও সমালোচনা করেন তিনি। সেখানেই নীতীশ কুমারের উন্নয়নের নীতিকে কংগ্রেসের জাতপাতের রাজনীতির থেকে এগিয়ে রাখেন ওমর আবদুল্লাহ।

–

–

–



