Thursday, December 25, 2025

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

Date:

Share post:

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল ইস্যু। ভোটাধিকার যাত্রায় বিপুল জনসমর্থনের পরেও নির্বাচনের ফলাফলে ব্যাপক ভরাডুবি মহাজোটের (Mahagatbandhan)! নির্বাচনের ফলাফলের পরে কমিশনের কারচুপিকেই দায়ী করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তবে যেভাবে ভোটের আগে উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছেন নীতীশ কুমার (Nitish Kumar), তাতে কংগ্রেসের জাত পাতের রাজনীতিকে কাঠগড়ায় তুলছেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)।

ভোট চুরির বিরুদ্ধে সাওয়াল করেই নির্বাচনের ঘুঁটি সাজিয়েছিল মহাজোট। ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াকে সাংবিধানিক অধিকার হরণ বলে তুলে ধরা হয় কংগ্রেস ও আরজেডির তরফ থেকে। নির্বাচনের ফলাফলের পর প্রমাণিত হয়, মহাজোটের এই ইস্যু ধোপে টেকেনি। যদিও ফলাফলের পরেও কংগ্রেস (Congress) কমিশনের ভোট চুরির তত্ত্বেই অনড়।

এক্ষেত্রে কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। সাংসদ অখিলেশ যাদব দাবি করেন, যেভাবে বিহারে এসআইআর-এর (SIR) খেলা হয়েছে তা বাংলা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ বা অন্য জায়গায় আর হতে পারবে না। কারণ ভোট চুরির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। ভবিষ্যতে আমরা ওদের এই খেলা আর চলতে দেবো না। সিসিটিভির মত আমাদের পিডিএফ প্রহরী বা পিপিটিভি সজাগ থেকে বিজেপির উদ্দেশ্যকে ব্যর্থ করবে।

তবে বিহার নির্বাচনের ফলাফলের পর আত্মসমীক্ষায় জোর দিচ্ছেন ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্সের (NC) নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি প্রশ্ন তোলেন, ভোটাধিকার যাত্রায় প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন। এরপরে কংগ্রেস (Congress) জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তার জন্যই হয়তো আসন বন্টনে এত সমস্যা তৈরি হয়ে যায়।

আরও পড়ুন: বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

কার্যত কংগ্রেসের আসন বন্টনের পাশাপাশি জাতপাতের রাজনীতির সঙ্গে যে সহমত নন তা স্পষ্ট করে দিয়েছেন ওমর আবদুল্লাহ। আসন বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কংগ্রেসের জাত পাতের রাজনীতিরও সমালোচনা করেন তিনি। সেখানেই নীতীশ কুমারের উন্নয়নের নীতিকে কংগ্রেসের জাতপাতের রাজনীতির থেকে এগিয়ে রাখেন ওমর আবদুল্লাহ।

spot_img

Related articles

বিশ্বকাপ জিতিয়েও খেলরত্নে ব্রাত্য হরমনপ্রীত-স্মৃতি, প্রশ্নের মুখে বিসিসিআইয়ের ভূমিকা

অর্জুনের মতোই খেলরত্নের (Khel Ratna Awarded ) তালিকায় নাম নেই কোনও ক্রিকেটারের। কিন্তু চলতি বছরেই ভারতীয় মহিলা ক্রিকেট...

ইকো পার্ক থেকে চিড়িয়াখানা, বড়দিনে শহর জুড়ে বিনোদন পার্কে উপচে পড়া ভিড়

ক্রিসমাসের আনন্দে (Christmas Celebration) মেতে উঠেছে বাংলা। জেলা থেকে রাজ্য সর্বত্র একই ছবি। শীতকালীন উৎসবের মরশুমে কলকাতার বিনোদন...

কনিষ্ঠকন্যার পর আগুনে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠকন্যারও

দিন কয়েক আগে বাংলাদেশে (Bangladesh) উন্মত্ত জনতার রোষে আগুনে ঝলসে মৃত্যু হয় বিএনপি নেতার সাত বছরের শিশুকন্যার। বুধবার...

পার্ক স্ট্রিটকে টক্কর দিঘার! বড়দিনে আলো আর লেজার শো-তে জমজমাট সৈকত শহর

বড়দিন মানেই আনন্দ। পার্ক স্ট্রিটের (Park Street) আলোকসজ্জা। পিকনিক। চিড়িয়াখানায় হুল্লোড়। তবে এবার তিলোত্তমাকে (Kolkata) রীতিমতো টক্কর দিচ্ছে...