Saturday, November 15, 2025

বিহারে কমিশনের কারচুপি, তোপ অখিলেশের: ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমরের

Date:

বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন। কংগ্রেস-আরজেডির (RJD) মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল ইস্যু। ভোটাধিকার যাত্রায় বিপুল জনসমর্থনের পরেও নির্বাচনের ফলাফলে ব্যাপক ভরাডুবি মহাজোটের (Mahagatbandhan)! নির্বাচনের ফলাফলের পরে কমিশনের কারচুপিকেই দায়ী করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব (Akhilesh Yadav)। তবে যেভাবে ভোটের আগে উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বাজিমাত করেছেন নীতীশ কুমার (Nitish Kumar), তাতে কংগ্রেসের জাত পাতের রাজনীতিকে কাঠগড়ায় তুলছেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ (Omar Abdullah)।

ভোট চুরির বিরুদ্ধে সাওয়াল করেই নির্বাচনের ঘুঁটি সাজিয়েছিল মহাজোট। ৬৫ লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াকে সাংবিধানিক অধিকার হরণ বলে তুলে ধরা হয় কংগ্রেস ও আরজেডির তরফ থেকে। নির্বাচনের ফলাফলের পর প্রমাণিত হয়, মহাজোটের এই ইস্যু ধোপে টেকেনি। যদিও ফলাফলের পরেও কংগ্রেস (Congress) কমিশনের ভোট চুরির তত্ত্বেই অনড়।

এক্ষেত্রে কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে সমাজবাদী পার্টি (Samajwadi Party)। সাংসদ অখিলেশ যাদব দাবি করেন, যেভাবে বিহারে এসআইআর-এর (SIR) খেলা হয়েছে তা বাংলা, তামিলনাড়ু, উত্তর প্রদেশ বা অন্য জায়গায় আর হতে পারবে না। কারণ ভোট চুরির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে। ভবিষ্যতে আমরা ওদের এই খেলা আর চলতে দেবো না। সিসিটিভির মত আমাদের পিডিএফ প্রহরী বা পিপিটিভি সজাগ থেকে বিজেপির উদ্দেশ্যকে ব্যর্থ করবে।

তবে বিহার নির্বাচনের ফলাফলের পর আত্মসমীক্ষায় জোর দিচ্ছেন ইন্ডিয়া (I.N.D.I.A.) জোটসঙ্গী ন্যাশনাল কনফারেন্সের (NC) নেতা তথা জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি প্রশ্ন তোলেন, ভোটাধিকার যাত্রায় প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন। এরপরে কংগ্রেস (Congress) জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী হয়ে পড়ে। তার জন্যই হয়তো আসন বন্টনে এত সমস্যা তৈরি হয়ে যায়।

আরও পড়ুন: বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

কার্যত কংগ্রেসের আসন বন্টনের পাশাপাশি জাতপাতের রাজনীতির সঙ্গে যে সহমত নন তা স্পষ্ট করে দিয়েছেন ওমর আবদুল্লাহ। আসন বন্টন নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি কংগ্রেসের জাত পাতের রাজনীতিরও সমালোচনা করেন তিনি। সেখানেই নীতীশ কুমারের উন্নয়নের নীতিকে কংগ্রেসের জাতপাতের রাজনীতির থেকে এগিয়ে রাখেন ওমর আবদুল্লাহ।

Related articles

জনজাতীয় গৌরব দিবস: বীরসা মুন্ডার জন্মদিনে শ্রদ্ধা ও আদিবাসী ঐতিহ্য উদযাপন

সি পি রাধাকৃষ্ণণ, ভারতের উপ-রাষ্ট্রপতি আজ আদিবাসী আন্দোলনের অন্যতম নেতা বীরসা মুন্ডার (Birsa Munda) জন্মদিবস। এই দিনটিকে জনজাতীয় গৌরব...

রবীন্দ্র সরোবরের ছয় ক্লাবের সঙ্গে চুক্তি: সম্পূর্ণ আইনি পথে কর্পোরেশন

প্রায় পাঁচ দশক পর রাবীন্দ্র সরোবর চত্বরে অবস্থিত ছ’টি ক্লাবের সঙ্গে প্রথমবারের মতো আনুষ্ঠানিক ভাড়ার চুক্তি করল কলকাতা...

বিহারের মুখ্যমন্ত্রী কে: ইঙ্গিতপূর্ণ পোস্ট JD(U)-এর!

বিহার বিধানসভা নির্বাচনের ২৪৩ টি আসনের মধ্যে বিজেপি ৮৯ আসনে জয়ী। নীতীশ কুমারের জেডিইউ জিতেছে ৮৫ টি আসন।...

জাদুসম্রাটের বাড়িতে বিয়ের আসর! বিজ্ঞাপন দেখে পাত্র পছন্দ মৌবনীর

জিনা বন্দ্যোপাধ্যায় জনে জনে বার্তা রুটি গেল ক্রমে, বিয়ে করছেন মৌবনী শীতের মরশুমে! মেয়ের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন পিসি সরকার, সেখান থেকেই পাত্র...
Exit mobile version