Saturday, November 15, 2025

ক্লিনচিট বাংলার চিকিৎসককে: ২৪ঘণ্টা NIA জিজ্ঞাসাবাদ উত্তর দিনাজপুরের যবুককে

Date:

Share post:

প্রায় ২৪ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরে ক্লিনচিট বাংলার চিকিৎসককে। দিল্লি বিস্ফোরণের পিছনে যে হোয়াইট কলার মডিউলের অনুসন্ধান শুরু করেছে দেশের একাধিক গোয়েন্দা সংস্থা, সেই সূত্রেই জড়িয়ে পড়ে উত্তর দিনাজপুরের (North Dinajpur) ডালখোলা থানার এক চিকিৎসকের নাম। তবে শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে গেলেও শনিবার দুপুরের মধ্যেই তাঁকে মুক্ত করে দেওয়া হয়। যে ব্যাচে (batch) ডাক্তারি পাশ করেন উত্তর দিনাজপুরের ওই চিকিৎসক, সেই ব্যাচের সব চিকিৎসককে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র (NIA) জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে।

চিকিৎসকদের অন্তর্ভুক্ত করে জঙ্গিদের হোয়াইট কলার মডিউল (white collar module) প্রকাশ্যে এসেছে, তাতে প্রত্যক্ষভাবে নাম জড়িয়েছে হরিয়ানার ফরিদাবাদের (Faridabad) কাছে আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের (Al Falah University)। একের পর এক চিকিৎসককে জঙ্গি সংগঠনের অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া চালানো হয়। হস্টেলের ঘরে বসে বিস্ফোরকের মূল উপাদান কেনা থেকে বিস্ফোরক তৈরিও করত অভিযোগের তিরে থাকা চিকিৎসকরা। এরপরই তিন রাজ্যের পুলিশ, এনআইএ এই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি চিকিৎসক, শিক্ষক, পড়ুয়াকে জিজ্ঞাসাবাদ শুরু করে।

আরও পড়ুন : লালকেল্লার কাছে বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার মেডিক্যাল ছাত্র!

সেই সূত্রেই উত্তর দিনাজপুরের ডালখোলা (Dalkhola) থানার কোনাল গ্রামের চিকিৎসক জানিসার আলমকে জিজ্ঞাসাবাদের জন্য তুলে নিয়ে যায় এনআইএ (NIA) কর্তারা শুক্রবার। জানিসার ২০২৪ সালে আল ফালাহ বিশ্ববিদ্যালয় থেকেই পাস করেছিল। রবিবার তিনি এমডি পরীক্ষা দিতে গিয়েছিলেন চন্ডিগড়ে। তারপর পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ডালখোলায় আসেন। তখনই তাঁকে নিয়ে যায় এনআইএ। তবে সন্দেহভাজন কিছু না পাওয়া যাওয়াতে তাকে শনিবারই ছেড়ে দেওয়া হয়।

spot_img

Related articles

SIR-এর নামে প্রতারণা চক্র! দিল্লি থেকে এসে OTP-কারসাজিতে গ্রেফতার ৮

যত বড় পরিকল্পনা, তত বড় তা নিয়ে প্রতারণার সম্ভাবনা। আধার কার্ড তৈরির সময়ে জালিয়াতি চক্র থেকে নোটবন্দিতে জাল...

রাসেলের সঙ্গে ব্রাত্য ভেঙ্কটেশকেও, নাইটরা ধরে রাখল কাদের? দেখুন তালিকা

আগামী ডিসেম্বর মাসে মিনি নিলাম আইপিএলের(IPL)। ঘর গুছিয়ে নিল আইপিএল দলগুলি।  শনিবার সন্ধ্যায় প্রকাশ করা হল কোন দল...

ঋষিকেশে বাঞ্জি জাম্পিংয়ে ভয়াবহ দুর্ঘটনা, মাঝ আকাশে দড়ি ছিঁড়ে গুরুতর জখম পর্যটক 

ঋষিকেশে অ্যাডভেঞ্চার স্পোর্টস পার্কে বাঞ্জি জাম্পিং চলাকালীন ভয়াবহ দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হলেন এক তরুণ পর্যটক। বুধবার, ১২ নভেম্বর...

তীর্থযাত্রার মাঝেই নিখোঁজ পঞ্জাবের সরবজিৎ, পাকিস্তানে মিলল ধর্মান্তরিত অবস্থায়

পাকিস্তানে নিখোঁজ হয়ে যাওয়ার প্রায় এক সপ্তাহ পর অবশেষে সন্ধান মিলল পঞ্জাবের কাপুরথালার বাসিন্দা ৫২ বছরের সরবজিৎ কৌরের।...